প্রকাশিত: Thu, Dec 8, 2022 6:26 PM আপডেট: Fri, May 9, 2025 7:15 PM
মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করেছেন কারাবন্দি সুচি
ইমরুল শাহেদ: গত বছরের পর এই প্রথম প্রকাশ্য কোনো মন্তব্য করলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সুচি। তিনি বলেছেন, তরুণ বার্মিজদের নিয়ে তিনি গর্বিত। তারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি এই বার্তা পাঠিয়েছেন তার অস্ট্রেলিয়ান অর্থ উপদেষ্টা সিন টার্নেলের মাধ্যমে। ৬৫০ দিন কারাগারে থাকার পর তিন সপ্তাহ আগে টার্নেল কারামুক্ত হয়েছেন। ইরাবতি
অং সান সুচি তাকে যা বলেছেন তা তিনি সকলকে জানান দিয়েছেন। মঙ্গলবার মার্কিন এবিসি নেটওয়ার্কের নিউজ ১০-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মিয়ানমারের ভবিষ্যত নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, তাদের দেখা হয়েছে আট সপ্তাহ আগে যখন তাদের নতুনভাবে সাজা দেওয়া হচ্ছিল। তিনি তখন টার্নেলকে বলেছেন, তিনি যেন বিশ্বের কাছে মিয়ানমার পরিস্থিতি তুলে ধরেন। কারাবন্দি ডি-ফ্যাক্টো নেত্রী বলেছেন, ‘আমরা নীরব থাকছি, আপনি কথা বলতে পারেন।’
অন্যদিকে, গত দুই দিনে মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২০ সরকারি সেনা নিহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা দেশজুড়ে সরকারি স্থাপনার উপর হামলা চালিয়ে যাচ্ছে। পিডিএফ এবং ইএও’র সূত্র এই তথ্য জানিয়েছে। সামরিক জান্তারা শান রাজ্যের নতুন স্থানেও সংঘর্ষের মুখে পড়েছে।
সামরিক জান্তা ও সেনাপন্থী পাইউ সো হতি গ্রুপ সাগায়িং অঞ্চলে ১৫০টি গ্রাম জ্বালিয়ে দিয়েছে। মঙ্গলবার জান্তা বাহিনীর প্রায় ২০০ সদস্য গ্রামগুলোর উপর আর্টিলারি নিক্ষেপ করে এবং পরে গ্রামগুলোর উপর হামলা চালায়। সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়।
একজন গ্রামবাসী বলেছেন, হামলার সময়ই ১৪২টি বাড়ি পুড়িয়ে দিয়েছে জান্তারা। তিনি বলেন, ‘জান্তারা লুটপাট চালিয়েছে গ্রামগুলোতে এবং বাড়িঘরগুলো জ্বালিয়ে দেওয়ার আগে বাসিন্দাদের গরু ছাগল নিয়ে গেছে।’ বুধবার জান্তারা গ্রাম ছেড়ে চলে গেলেও গ্রামবাসী বাড়িঘরে ফিরতে ভয় পাচ্ছে। তাদের ভয় হলো সেনাবাহিনী মাটিতে মাইন পুতে রাখতে পারে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
