প্রকাশিত: Thu, Mar 16, 2023 5:16 PM
আপডেট: Sun, Apr 2, 2023 7:52 AM

তেল নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে সৌদি আরব

রাশিদুল ইসলাম: রাশিয়ার অপরিশোধিত তেলের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞা নিয়ে রিয়াদ চিন্তিত। সৌদি আরব তেল নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান পশ্চিমা রাষ্ট্রগুলোকে তার দেশের সরবরাহকৃত অপরিশোধিত তেলের দাম সীমাবদ্ধ করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন যে তেলের দামে সিলিং আরোপ করার যে কোনও প্রচেষ্টা রুখতে জ্বালানি বিক্রয় এবং উৎপাদন হ্রাস বন্ধ করে দেওয়া হবে। আরটি

সৌদি তেলমন্ত্রী বলেন, অন্যান্য প্রধান তেল উৎপাদনকারী দেশ সম্ভবত এধরনের তেল নিষেধাজ্ঞা অনুসরণ করবে। সুতরাং, যদি সৌদি তেল রপ্তানিতে মূল্যসীমা আরোপ করা হয়, তাহলে আমরা এমন কোনো দেশের কাছে তেল বিক্রি করব না যারা আমাদের সরবরাহের ওপর মূল্যসীমা আরোপ করে এবং আমরা তেলের উৎপাদন কমিয়ে দেব এবং অন্যরা যদি তা করে তবে আমি অবাক হব না। 

মঙ্গলবার এনার্জি ইন্টেলিজেন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি তেলমন্ত্রী একথা বলেন। মন্ত্রীর মতে, মূল্য-ক্যাপ নীতিগুলি অনিবার্যভাবে বাজারের অস্থিরতা এবং অস্থিরতাকে বাড়িয়ে তোলে এবং বিশ্বজুড়ে সমগ্র তেল শিল্পকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

সৌদি তেলমন্ত্রীর মতে, পশ্চিমাদের অনুসরণ করা নীতিগুলি বিশ্ব তেলের বাজারে ‘ঝুঁকি এবং অনিশ্চয়তার নতুন স্তর’ যোগ করে এমন সময়ে যখন স্বচ্ছতা এবং স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। সম্পাদনা: ইমরুল শাহেদ