প্রকাশিত: Sat, Dec 10, 2022 5:11 PM আপডেট: Fri, May 9, 2025 6:49 PM
মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধা ও বেসামরিক সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন এ্যাক্ট (এনডিএএ)’র সংশোধন করেছে। এই সংশোধনীতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, তারা বেসামরিক সরকার ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-কে সহায়তা করা হবে। ইরাবতি
এনডিএএ মার্কিন প্রতিরক্ষা খাতকে প্রাধান্য দিয়ে থাকে এবং কাকে এখান থেকে সহায়তা দেওয়া যায় তা বিবেচনা করা হয়। ২০২৩ সালের মেয়াদে এনডিএএ সংশোধিত বার্মা এ্যাক্ট বা বার্মা এ্যাক্ট ২০২২-কে অন্তর্ভুক্ত করা হয়। বার্মা এ্যাক্ট ২০২১-কে ব্যাপক সংশোধনের মাধ্যমে বার্মা এ্যাক্ট ২০২২ করা হয়। এই আইনটি আগের প্রতিনিধি পরিষদ পাস করেছিল। কিন্তু সিনেট সেটা প্রত্যাখান করেছে।
বলা যেতে পারে সংশোধনীতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিই প্রতিফলিত হয়েছে। মিয়ানমারে গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার নেই - এমন বিষয় বিবেচনায় রেখেই বার্মা এ্যাক্ট ২০২২ প্রণয়ন করা হয়েছে। মিয়ানমারে বেসামরিক সরকার ফিরিয়ে আনার কথাই সংশোধনীতে বলা হয়েছে। এখানে মানবাধিকার লংঘনের বিষয়ে দায় থাকবে। এই এ্যাক্টের উল্লেখযোগ্য বিষয় হলো, এতে ঐক্য সরকার ও পার্লামেন্টারি বডির কথা বলা হয়েছে। মিয়ানমারের এই কমিটির প্রতিনিধিত্ব করছেন পাইডংসু হাতো।
এই বিলটিতে সুশীল সমাজ, দলত্যাগী এবং রাজবন্দীদের জন্য সমর্থন অনুমোদন করে, গণতন্ত্রপন্থী আন্দোলন, সুশীল সমাজের সংগঠন এবং ইএও’র রাজনৈতিক সত্তা এবং সহযোগীদের সমর্থন করার জন্য ২০২৩ থেকে ২০২৭ অর্থবছরে তহবিলের প্রতিশ্রুতি দেয়। এটি ফেডারেলিজমকে শক্তিশালী করতে, জাতিগত পুনর্মিলনে সহায়তা, রাজনৈতিক বন্দীদের রক্ষা, সামরিক দলত্যাগীদের উৎসাহিত করতে এবং নৃশংসতার তদন্ত ও নথিভুক্ত করার জন্য তহবিল বরাদ্দ করে।
বিলটিতে জাতিসংঘে সামরিক জান্তার বিরুদ্ধে আরো বড় ধরনের ভূমিকা গ্রহণের ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। জান্তাদের সহায়তা প্রদানের জন্য চীন ও রাশিয়াকে দায়ী করা হয়েছে। রাশিদ রিয়াজ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
