
প্রকাশিত: Sat, Dec 10, 2022 5:12 PM আপডেট: Fri, May 9, 2025 7:44 PM
রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য ও ইইউ
রাশিদুল ইসলাম: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া এখন ইরানকে নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়াকে ড্রোন দিয়ে পাশে রয়েছে ইরান। এখন দুই দেশই যৌথভাবে ড্রোন উৎপাদনে যাচ্ছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে, রাশিয়া হেলিকপ্টার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে প্রস্তুত। বিবিসি
কিরবি বলেন, ইরান এখন রাশিয়ার সামরিক বাহিনীর সবথেকে বড় সহায়তাকারী হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত করার জন্য ইরানের ড্রোন ব্যবহার করছে। লক্ষ লক্ষ ইউক্রেনীয়কে বিদ্যুৎ, জ্বালানি এবং পরিষেবা থেকে বঞ্চিত করছে। কিরবির মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, ইরান রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সমর্থক হয়ে উঠেছে এবং তাদের মধ্যে সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, দুই দেশের মধ্যে কঠোর চুক্তির অধীনে ইরান রাশিয়ায় শত শত ড্রোন পাঠাচ্ছে। প্রতিদানে, রাশিয়া ইরানী সরকারকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে আমাদের অংশীদারদের এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি বাড়াবে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র একমত যে, রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি ইরানের সমর্থন আগামী মাসগুলিতে আরও বাড়বে। কারণ সামনে রাশিয়ার শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’র দরকার পড়বে।
ইউক্রেনের অভিযোগ, ইরান রাশিয়াকে কামিকাজি সুইসাইড ড্রোন সরবরাহ করেছে। এগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা করছে মস্কো। ইরান প্রথমে এটি অস্বীকার করে। কিন্তু পরে স্বীকার করে যে ইউক্রেনে যুদ্ধের অনেক আগে রাশিয়ায় সীমিত সংখ্যক ড্রোন পাঠানো হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদিও এসব কথা বিশ্বাস করছেন না। তিনি ইরানের প্রতি আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে শুক্রবার ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাজ্যের পক্ষ থেকে বিশ্বজুড়ে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ইরানের বিক্ষোভকারী মহসেন সেকারিকে মৃত্যুদণ্ড দেওয়া কর্মকর্তারাও রয়েছেন।
ইউরোপীয় কূটনীতিকেরা বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহ ও বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের কারণে ইইউ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। আগামী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
