প্রকাশিত: Sat, Dec 10, 2022 6:01 PM
আপডেট: Fri, May 9, 2025 7:03 PM

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন অবরোধ

খালিদ আহমেদ: নয়টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির অর্থমন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এ অবরোধ আরোপ করে। মূলত দুর্নীতি ও মানবাধিকার ইস্যুতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়। চলতি বছর মানবাধিকার রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দেশের নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এরমধ্যে পশ্চিমবলকান, বেলারুশ, লাইবেরিয়া, গুয়েতেমালা, রাশিয়া, বার্মা ও ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে। এসময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়া, গিনি, ইরান, ফিলিপাইনস, রাশিয়া, চীনের বিরুদ্ধে অবরোধ আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।দুর্নীতির দায়ে অবরোধ আরোপ করা হয়- সালভাদর, গুয়েতেমালা, মালির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর। সম্পাদনা: ইমরুল শাহেদ