
প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:49 PM আপডেট: Sat, May 10, 2025 1:49 PM
রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রতিবেদন
সাংবাদিক জেলে পাঠানোর রেকর্ড ২০২২ সালে
খালিদ আহমেদ: চলতি বছর বিশ্বে রেকর্ড ৫৩৩ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ৪৫ জন বেশি। ২০২১ সালে বিশ্বে ৪৮৮ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছিল। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১৯৯৫ সাল থেকে সাংবাদিকদের কারাবন্দির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে আরএসএফ।
চলতি বছর বিশ্বে সবচেয়ে বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে চীন, ১১০ জন। এরপরই রয়েছে সেনাশাসিত মিয়ানমার, দেশটিতে চলতি বছর ৬২ জন সাংবাদিককে কারাদÐ দেয়া হয়। সরকারবিরোধী আন্দোলন চলা ইরানে এ বছর ৪৭ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এ ছাড়া ভিয়েতনামে ৩৯ ও বেলারুশে ৩১ সাংবাদিককে কারাদÐ দেয়া হয়।
আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেন, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকারগুলো সাংবাদিকদের কারাদÐ দিয়ে দ্রæত জেল ভরছে।
আরএসএফের এ প্রতিবেদনে এবারই প্রথম ইরানের নাম ওঠে। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। এরপরই পোশাকের স্বাধীনতার দাবি ইরানজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। আরএসএফের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের পর ইরানে এ পর্যন্ত ৩৪ সাংবাদিককে কারাগারে পাঠানো হয়।
এদিকে চলতি বছর রেকর্ড ৭৮ নারী সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে, যা গত বছরের চেয়ে ১৮ জন বেশি। আরএসএফের প্রতিবেদনে বিক্ষোভ চলাকালে ইরানি সাংবাদিক নিলুফার হামেদি ও এলাহে মোহাম্মদিসহ গ্রেপ্তার হওয়া ১৫ নারী সাংবাদিকের কথা উল্লেখ করা হয়। তাদের এরই মধ্যে মৃত্যুদÐ দেয়া হয়েছে।
গত বছরের চেয়ে চলতি বছর বিশ্ব সাংবাদিক হত্যার ঘটনাও বেড়েছে। আরএসএফের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে ৫০ জন সাংবাদিক হত্যাকাÐের শিকার হন। আর চলতি বছর ৫৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে আটজন যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় মারা যান। আরএসএফ জানায়, পেশাগত কারণে চলতি বছর ৮০ শতাংশ সাংবাদিক খুনের শিকার হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
