প্রকাশিত: Tue, Feb 6, 2024 1:28 AM
আপডেট: Tue, Sep 17, 2024 10:15 PM

[১]২০২৪ সালের লোকসভা ভোটে জনগণ বিজেপিকে ৩৭০ আসন দিবে: মোদি

ইকবাল খান: [২] সোমবার লোকসভায় দাঁড়িয়ে এ ঘোষণা দিয়ে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতীয় জনতা পার্টিও নেতৃত্বাধীন এনডিএ জোটকে ৪শ’র বেশি আসন অবশ্যই দেবে জনগণ।

[৩] আনন্দবাজার জানায়, লোকসভায় ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে ধারাবাহিক আক্রমণ করেন প্রধানমন্ত্রী। 

[৪] কখনও নেহরু জমানাকে দুষেছেন, কখনও ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন। কংগ্রেসকে কটাক্ষ করে মোদির মন্তব্য, ‘‘আপনাদের এই দীর্ঘ দিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই আপনারা যে ভাবে বহু দশক ধরে এখানে (সরকারে) বসেছিলেন, একই ভাবে আপনারা সেখানে (বিরোধী দলে) বসার সংকল্প করেছেন, জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।’’ প্রধানমন্ত্রীকে বলেন, সুস্থ গণতন্ত্রে শক্তিশালী বিপক্ষ খুব জরুরি। কিন্তু বিরোধীর (কংগ্রেস) সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিবারবাদ। 

[৫] আবার কংগ্রেসের বিরুদ্ধে ‘পরিবারবাদের রাজনীতির’ অভিযোগ আনতে গিয়ে মোদি বলেন, ‘‘আমাদের রাজনাথ সিংহের কোনও পার্টি নেই। অমিত শাহের কোনও পার্টি নেই। দেশের গণতন্ত্রের জন্য পরিবারবাদ রাজনীতি বিপজ্জনক। কোনও পরিবারের দু’জন রাজনীতিতে আসতেই পারেন। ১০ জনও আসুন। স্বাগত। কিন্তু প্রশ্ন হল সেই পরিবারই যদি পার্টি চালায়... এটা বিপজ্জনক।’’ মোদির সংযোজন, ‘‘এটা আগে কখনও বলিনি। আজ বলে দিলাম।’’