প্রকাশিত: Sun, Feb 11, 2024 1:26 AM
আপডেট: Mon, Dec 9, 2024 6:35 PM

[১] পাকিস্তানে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ’র উদ্বেগ

রাশিদুল ইসলাম: [২] মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা পাকিস্তানে ‘নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে উদ্বিগ্ন’। এক্সপ্রেস ট্রিবিউন/ডন/হিন্দুস্তান টাইমস 

[৩] স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের জারি করা এক বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক এবং স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের তাদের মূল্যায়নে যোগ দিয়েছে যে এই নির্বাচনগুলি মত প্রকাশের স্বাধীনতা, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর অযাচিত বিধিনিষেধ অন্তর্ভুক্ত করেছে’।

[৪] বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা নির্বাচনী সহিংসতা, মিডিয়া কর্মীদের উপর হামলা সহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রয়োগে বিধিনিষেধ এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবাগুলিতে হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞার নিন্দা জানাই।’

[৫] যুক্তরাষ্ট্র এও বলছে, ‘হস্তক্ষেপ বা জালিয়াতির দাবি সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত।’

[৬] বিবৃতিতে আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আমাদের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে রাজনৈতিক দল নির্বিশেষে পরবর্তী পাকিস্তান সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।’

[৭] এদিকে শুক্রবার বেশ কয়েকটি দেশ পাকিস্তানের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের বিলম্ব এবং সরকার গঠনের অনিশ্চয়তার মধ্যে তার কথিত অনিয়মের তদন্তের আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ দেশগুলির মতে, জালিয়াতি, অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার এবং হস্তক্ষেপের মতো অবৈধ কার্যকলাপের তদন্ত করা প্রয়োজন। 

[৮] এসব দেশ কোনো দল বা প্রার্থীকে অভিনন্দন জানায়নি। 

[৯] যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার এক বিবৃতিতে ‘নির্বাচনের সুষ্ঠুতা এবং অন্তর্ভুক্তির অভাব’ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। 

[১০] ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ‘ প্লেয়েই লেভেল ফিল্ড’ এর অভাব উল্লেখ করে, এটিকে ‘কিছু রাজনৈতিক অভিনেতার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অক্ষমতা’, সমাবেশের স্বাধীনতার বিধিনিষেধ, স্বাধীনতা ও মত প্রকাশের সীমাবদ্ধতা এবং ইন্টারনেটকে দায়ী করেছে। 

[১১] এদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই সপ্তাহের শুরুতে, পাকিস্তানে রাজনৈতিক দল এবং প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করে এবং সাবেক কারাগারে বন্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ‘নেতা ও সমর্থকদের হয়রানি, গ্রেপ্তার এবং দীর্ঘস্থায়ী আটকের ধরণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্পাদনা: ইমরুল শাহেদ