প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:17 PM
আপডেট: Sat, May 10, 2025 4:08 AM

‘সিরিয়াসলি’ পদত্যাগের কথা ভাবছেন ইলন, টুইটারের নতুন সিইও খুঁজছেন

রাশিদুল ইসলাম: টুইটার ব্যবহারকারীরা সিইও হিসেবে ইলন মাস্কের পদত্যাগ চান কি না তা নিয়ে ভোটাভুটি শুরু হওয়ার ১২ ঘন্টার মধ্যে সাড়ে ৫৭ শতাংশ ব্যবহারকারী জানিয়ে দেন তারা নতুন সিইও চান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের সিইও হিসেবে ইলন মাস্কের কড়া সমালোচনা শুরু হয়। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে এর শীর্ষ পদে বসে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়ায় এলনের বিরুদ্ধে বইছে সামাজিক ঝড়। সিএনএন

এ মূহুর্তে ইলন তাই নতুন সিইও খুঁজছেন। আপাতত চারজনের নাম পাওয়া গেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ভোটাভুটি শুরু হবার পর মাস্ক সোমবার বেশিরভাগ সময় সুস্পষ্টভাবে শান্তভাবে কাটিয়েছেন, একটি উল্লেখযোগ্য ১৮-ঘন্টা সময়ের জন্য টুইট করা থেকে বিরত ছিলেন।

যদিও মাস্ক সোমবার সন্ধ্যায় কিছু টুইট বন্ধ করে দিয়েছেন, তবে বিশ্বকাপ ফাইনালের সময় টুইটার ব্যবহারের পরিসংখ্যান পোস্ট করেছেন এবং তার টেসলা (টিএসএলএ) এবং স্পেসএক্স কোম্পানির পোস্টগুলি পুনঃটুইট করেছেন, এটি অস্পষ্ট রয়ে গেছে যে তিনি সত্যিই টুইটারে তার পোস্ট থেকে সরে দাঁড়াবেন কিনা। রোববার রাতে এক টুইটে মাস্ক লিখেছেন, ‘কেউ এমন চাকরি চায় না যে আসলে টুইটারকে বাঁচিয়ে রাখতে পারে। কোন উত্তরসূরি নেই।’

তবে টুইটার ব্যবহারকারীদের অনেকে মনে করছেন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির লাগাম নিতে অন্য কেউ আছে। বিশ্লেষক কলিন রাশ লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি মিঃ মাস্ক প্ল্যাটফর্মে তার ব্যবহারকারী ব্যবস্থাপনার সাথে টুইটারের অর্থের স্টুয়ার্ড হিসাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমরা টুইটার বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের প্রস্থান থেকে একটি নেতিবাচক প্রতিক্রিয়ার শঙ্কা দেখতে পাচ্ছি। ‘প্রধান টুইট’ হিসাবে গত কয়েক মাস ধরে মাস্কের আচরণ ‘ব্র্যান্ড পাবলিক ব্যাকল্যাশ’ তৈরি করেছে যা টেসলার ব্র্যান্ড ইমেজকে কলঙ্কিত করতে পারে - বিশেষত মূল ভোক্তা গোষ্ঠীগুলির সাথে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে পরিবেশে সুসংগত প্রতিরক্ষামূলক মান বা স্পষ্ট যোগাযোগ ছাড়াই সাংবাদিকদের নিষিদ্ধ করা যেখানে অনেক লোক বিশ্বাস করে যে মিঃ মাস্ক/টিএসএলএকে সমর্থন করা বেশিরভাগ ভোক্তাদের পক্ষে, বিশেষ করে মতাদর্শগতভাবে জলবায়ু পরিবর্তনের প্রশমনের সাথে সমন্বিত মানুষদের পক্ষে বাক স্বাধীনতা ঝুঁকির মধ্যে রয়েছে। 

এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ কোটি ৭৫ লাখ। তার মানে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারী রায় দিয়েছেন, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন। তবে এই জরিপের ফলাফলের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব