প্রকাশিত: Fri, Mar 29, 2024 12:42 AM
আপডেট: Tue, Apr 29, 2025 10:21 AM

[১]নির্বাচনি বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী

ইকবাল খান: [২] বিশিষ্ট অর্থনীতিবিদ ও ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকলা প্রভাকর এই অভিযোগ করে নিউজ চ্যানেল রিপোর্টার টিভিকে বলেছেন, এই কেলেঙ্কারির জন্য দেশের ভোটাররা বিজেপিকে কঠিন শাস্তি দিতে চলেছে। সূত্র: লিভমিন্টডটকম

[৩] পরকলা প্রভাকর বলেছেন, বন্ড নিয়ে এখন যতটা হইচই হচ্ছে, ভোটের সময় তা অনেক বেড়ে যাবে। এবারের নির্বাচনী লড়াই আর বিজেপি বনাম বিরোধী হবে না। হবে বিজেপি বনাম আমজনতার। ধীরে ধীরে মানুষ সব বুঝতে পারছে। বিশ্বের সবচেয়ে বড় এই কেলেঙ্কারির শাস্তি বিজেপি পাবে ভোটারদের কাছ থেকে। 

[৪] দেশের অর্থনৈতিক হাল নিয়ে আগেও তিনি সরকারি নীতির সমালোচনা করেছেন। 

ভোটের মুখে প্রভাকরের এই অভিযোগ বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছে।

[৫] তবে পরকলা প্রভাকরের মন্তব্য নিয়ে সরকারের কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। 

[৬] নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট বাতিল করার পর প্রধানমন্ত্রী মোদি একবারের জন্যও এ নিয়ে মন্তব্য করেননি।