প্রকাশিত: Sun, May 12, 2024 12:09 PM
আপডেট: Sat, Jan 25, 2025 11:56 AM

[১] সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব পাস হওয়ায় জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেললেন ইসরায়েলি দূত

ইমরুল শাহেদ: [২] শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব ভোটে পাস হওয়ার পর ইসরায়েলি দূত গিলাড এরডান জাতিসংঘ সনদ ছিঁড়ে ফেলেন। সূত্র: এনডিটিভি

[৩] সাধারণ পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ প্রদানের আহবান জানানো হয়েছে নিরাপত্তা পরিষদকে। সেখানে বর্তমানে ফিলিস্তিন পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। প্রস্তাবটি ১৪৩ ভোটে পাস হয়। বাংলাদেশ ও ভারত স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। ২৫টি দেশ ভোট দানে বিরত থাকে। বিপক্ষে পড়া নয় ভোটের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

[৪] ইসরায়েলি দূত এরডান বলেছেন, পাস হওয়া এই প্রস্তাবটি পুরোপুরিভাবে জাতিসংঘ সনদের লঙ্ঘন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৫] তিনি বলেন, ‘এই ধ্বংসাত্মক ভোটে আপনারা নিজের হাতে জাতিসংঘের সনদকে ছিন্নভিন্ন করছেন’।

[৬] হামাসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তিনি বলেন ‘আধুনিক দিনের নাৎসিদের’ জন্য জাতিসংঘকে উন্মুক্ত করা হলো। 

[৭] গাজায় হামাস প্রধান সিনওয়ারের একটি ছবি তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা হামাসের জন্য একটি সন্ত্রাসী রাষ্ট্রের প্রাধান্য দিচ্ছেন। আপনারা আমাদের সময়ের আধুনিক নাৎসিদের জন্য জাতিসংঘকে খুলে দিচ্ছেন, বলা যায় এরাই আমাদের সময়ের হিটলার।’ সম্পাদনা: এম খান