প্রকাশিত: Mon, May 13, 2024 11:26 AM
আপডেট: Sun, Jul 6, 2025 12:25 AM

[১] লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট আজ [২]বিজেপি ছাড়া কেউ সরকার গড়তে পারবে না: নরেন্দ্র মোদি

ইকবাল খান: [২] চতুর্থ দফায় ভারতের ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে। এদিকে রোববার পশ্চিম বঙ্গের হুগলির চুঁচুড়ায় এক জনসভায় ভারতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবিষ্যদ্বাণী করেছেন, বিজেপি ছাড়া কেউ সরকার গড়তে পারবে না। সূত্র: আনন্দবাজার 

[৩] বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদী বলেন, ‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’

[৪] তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে হুগলিতে নরেন্দ্র মোদি বলেন, ‘‘বাংলার যুবকদের ভবিষ্যৎ বেঁচে দিয়েছে। মা-বাবাদের স্বপ্ন বেঁচে দিয়েছে। এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’’

[৫] নরেন্দ্র মোদি বলেন, ‘‘তৃণমূলের কাজ হল গণ্ডগোল এবং জমি দখল করা। 

[৬] ্য চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি করে, বিহারের ৫টি, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে।

[৭] লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, সমাজবাদি পার্টির শীর্ষ নেতা অখিলেস যাদবের ভাগ্য নির্ধারণ হবে সোমবার। 

[৮] তিন দফায় ২৮৩টি  আসনে ভোটগ্রহণ হয়েছে।