প্রকাশিত: Sun, Jun 9, 2024 11:19 AM আপডেট: Tue, Sep 17, 2024 9:54 PM
[১]আজ তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ
ইকবাল খান: [২]রোববার সন্ধ্যা ৬টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
[৩] নরেন্দ্র মোদির সঙ্গে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বেশ কয়েক জন।
[৪] আনন্দবাজার জানায়, শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অন্য অতিথিদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশের রাষ্ট্রপ্রধানদেরও।
[৫] প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাত জন রাষ্ট্রপ্রধান রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকছেন।
[৬] আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড।
[৭] দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন থাকলেও নয়াদিল্লির তরফে আমন্ত্রণপত্র যায় মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর কাছেও। সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানিয়েছেন মুইজ্জুও। মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জানান, ভারত তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি ‘সম্মানিত’।
[৮] ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আমন্ত্রণপত্র গিয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফের কাছে।
[৯] রাষ্ট্রপ্রধানদের মধ্যে শনিবার ভারতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[১০] অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে কেউ কেউ শনিবার রাতে, বাকিরা রোববার সকালে নয়াদিল্লিতে আসবে।
[১১] সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপ্রধানেরা থাকবেন তাজ প্যালেস, দ্য ওবেরয়, দ্য লীলা প্যালেস এবং আইটিসি মৌর্য হোটেলে। তবে নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এই আমন্ত্রিতদের ঠিকানা বদলাতেও পারে।
[১২] শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট হাজার জনের বেশি অতিথি। [১৩] শনিবার থেকেই বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে।
[১৪] ২০১৯ সালের শপথে বিমস্টেক গোষ্ঠীর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।
[১৫] আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধান।
[১৬] দশ বছর আগে ক্ষমতায় আসার পরেই প্রথম শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক গোষ্ঠীর সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানান মোদী। সে বার শপথে হাজির ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও।
[১৭] ২০১৯ সালে মোদীর সঙ্গে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই মোদীর মন্ত্রিসভায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে টিডিপি এবং জেডিইউ-র মতো দলগুলিকে।