প্রকাশিত: Wed, Jan 4, 2023 3:55 PM
আপডেট: Sat, May 10, 2025 11:55 AM

আইনের শাসনকে সম্মান করতে সব দলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

খালিদ আহমেদ: আইনের শাসনকে সম্মান করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র নেড প্রাইস এ কথা জানান। 

ব্রিফিংয়ে সাংবাদিকদের একজন গত মাসে মায়ের ডাকের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হয়রানির শিকার হওয়ার প্রসঙ্গ তোলেন। মস্কোতে রাশিয়ার মুখপাত্র একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, এটি কি রাশিয়ার হস্তক্ষেপ নয়? 

জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা রাশিয়ার কাছ থেকে এই বিষয়ে যা শুনেছি তা আমি বিবেচনা করব না। আপনি জানেন, আমরা প্রায়শই এই ধরনের প্রপাগান্ডাকে গুরুত্ব দিই না। আমি আমাদের অবস্থান থেকে যা বলতে পারি তা হলো, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি আছে এমন প্রতিটি দেশে আমরা নিয়মিতভাবে রাজনৈতিক পরিমণ্ডলজুড়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে দেখা করি এবং অবশ্যই এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক সহিংসতা, ভীতি প্রদর্শনের বিষয়ে উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশের জনগণের মতপ্রকাশ, সমবেত হওয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতাকে সম্মান ও রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।

ব্রিফিংয়ে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিকদের একজন বলেন, বিরোধী দলের চেয়ারপারসন দীর্ঘদিন ধরে গৃহবন্দি। বাংলাদেশ সরকার বিরোধী দলের মহাসচিবসহ হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র কি তাদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাবে?

জবাবে মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা বাংলাদেশের সব দলকে আইনের শাসনকে সম্মান করার, সহিংসতা, হয়রানি, ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো দল বা প্রার্থী যাতে অন্য কোনো দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উসকানি না দেয় বা সহিংসতা না ঘটায় তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব