প্রকাশিত: Sat, Jun 24, 2023 10:59 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:14 AM

আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

আখিরুজ্জামান সোহান: করোনা মহামারির পর এটিই হবে সবচেয়ে বড় হজ। কোভিডের কারণে হজ প্রত্যাশীদের সংখ্যা কমাতে হয়েছিল সৌদি কর্তৃপক্ষকে। সূত্র: বাসস

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারেরও বেশি মুসল্লি হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯ হাজার মুসল্লি হজ পালন করেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসল্লি হজ পালন করেছেন।

চলতি বছর হজ পালনে কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমাও বাতিল করা হয়েছে। ফলে এবার ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব