প্রকাশিত: Fri, Jan 20, 2023 2:40 PM
আপডেট: Tue, Jul 8, 2025 8:22 PM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, জুমার নামাজে লাখো মুসল্লি

মাসুদ আলম, এ এইচ সবুজ: টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির ঢল নেমেছে। প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বেলা ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়। ইমামতি করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। জুমার পর সংক্ষিপ্ত বয়ান করেন কাকরাইলের শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আসরের পর বয়ান করেন মাওলানা সাদের মেঝ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী, মাগরিবের পর বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। রোববার আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। 

ইজতেমায় জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করতে ভোর থেকে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। দুপুর ১২টায় ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে  উঠে। পরে সড়কের ওপর কাগজ, জায়নামাজ, চট ও পাটি বিছিয়ে নামাজ আদায় করা হয়। কেউবা বাসার ছাদ আবার কেউবা গাড়ির ছাদে নামাজ আদায় করেন। 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দা সামসুর রহমান স্বপন বলেন, ময়দানে জায়গা না পেয়ে তার মতো হাজারও মুসল্লি রাস্তায় জুম্মার নামাজ আদায় করে। বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করার আনন্দই অন্য রকম। একটু কষ্ট হলেও সবাই আনন্দিত। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো ইজতেমা ময়দানকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে ময়দানের আশপাশে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব