প্রকাশিত: Thu, Jan 26, 2023 4:32 PM
আপডেট: Tue, Jul 8, 2025 10:53 PM

সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করছি: সেনাপ্রধান

আনিস তপন: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সিভিল প্রশাসন আগের চেয়ে আমাদের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ। আমরা তাদের সঙ্গে কাজ করে আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমাদের মধ্যে কালচারাল ডিফারেন্স থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য একই। কর্মপদ্ধতির সীমাবদ্ধতার কারণে অনেক সময় কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে। যতো তাড়াতাড়ি আমরা এগুলো দূর করতে পারব, আমাদের কাজের নিজের স্বকীয়তা বজায় রেখে আমরা ততো পারফর্ম করতে পারব।  বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে। আপনারা জানেন, বেসামরিক প্রশাসনকে সহায়তায় আমরা দুর্যোগ ব্যবস্থাপনা, জাতি গঠন এবং অনেক নিরাপত্তার দায়িত্বও পালন করে থাকি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব