প্রকাশিত: Sat, Mar 25, 2023 5:52 AM
আপডেট: Wed, Jul 9, 2025 7:55 PM

রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছেন এরশাদ

মো. ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ:  প্রথম রোজায় ১ লিটার করে ৮০ জনের কাছে দুধ বিক্রি করেছেন তিনি। এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর  রৌহা গ্রামে জেসি অ্যাগ্রো ফার্মের মালিক।  

তিনি বলেন, এলাকার গরিব মানুষদের তালিকা করেছি তাদের কাছে এ দুধ রমজানব্যাপী  বিক্রি করা হবে। রোজাদাররা সেহেরির সময় দুধ দিয়ে ভাত খান। কিন্তু রমজান এলেই দাম অনেক বেড়ে যায়। বর্তমানে কৃষকের পালা গরুর দুধ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা লিটার। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত দুধও বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ টাকা লিটার। ফলে গরীব মানুষের পক্ষে দুধ কেনা সম্ভব হয় না। তিনি আরো  জানান, তার খামারে দৈনিক ৭০ থেকে ৮০ লিটার দুধ উৎপাদন হয়। সবটুকুই এ দরে বিক্রি করছেন। 

ওই এলাকার বাসিন্দা ভূমিহীন নারী নাসরিন বলেন,  আগে আমরা এক ফোঁটা দুধও রমজানে খাইতে পারিনি। এখন আমার পরিবারের ৪ জন মিলে খাইবো। এরশাদের জন্য দোয়া করি আল্লাহপাক তাকে আরো বড় করুক। সম্পাদনা: মুরাদ হাসান