প্রকাশিত: Wed, Apr 12, 2023 4:32 PM
আপডেট: Fri, Jun 27, 2025 11:18 AM

যে জজ বিচার বিক্রি করে তার আঙুল কেটে ফেলতে একটু দ্বিধা করবো না: প্রধান বিচারপতি

মাহফুজুর রহমান:  হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার ঝিনাইদহ বারভবনে আইনজীবীদের  সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, দুর্নীতি একটা ক্যান্সার, আমার হাতে ৫ টি আঙ্গুল আছে যদি ১টি আঙ্গুলে ক্যান্সার হয় তাহলে বড় চিকিৎসা হ”্ছে সেটা কেটে ফেলা।  প্রধান বিচারপতি আরো বলেন, একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেয় তাহলে সে ডাকাতের চেয়েও খারাপ।

এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। তিনি আরো বলেন, এদেশের মানুষ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পান সেটা আমাদের লক্ষ্য। সৃষ্ট মামলাজট নিরসনে বিচারকদের বলা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান