প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:52 PM
আপডেট: Fri, May 2, 2025 12:41 PM

মুগদায় বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া মোটরসাইকেলে অগ্নিসংযোগ

মাসুদ আলম: বিএনপির সমাবেশস্থলের কাছে মুগদা হাসপাতালের পাশে ফুটওভার ব্রিজের সামনে বিএনপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।  শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে ওই এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অবস্থান নেয়। দুপুরে হঠাৎ বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেয়। এরপর উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পুলিশ আপুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, মুগদা হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা: খালিদ আহমেদ

ওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে