প্রকাশিত: Tue, Jul 25, 2023 10:37 PM
আপডেট: Tue, Jul 1, 2025 5:38 AM

কূটনীতিমুখী রাজনীতি, জনগণ কই?

দেবদুলাল মুন্না: গণ আন্দোলন বাংলাদেশে কেন এখন টাফ? আমি একই মানুষকে আওয়ামী লীগ ও বিএনপির মিছিলে যাইতে দেখছি। কারণ জানতে চাইলে বলছেন, ভাড়া খাটি। মানে অর্থনৈতিক। 

আমি বহু মানুষকে নীরব অবস্থানে থাকতে দেখছি। জানতে চাইলে বলছেন, আমরা সাধারণ।  ওর পক্ষে গেলাম পরে আরেক পক্ষ ক্ষমতায় এলে নিজেরই বারোটা বাজবে। 

মানে সুবিধাবাদী। ব্যাপারটা রাজনৈতিক। 

আমি গোটা সমাজকে প্রযুক্তির কারণে সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখলেও রাজপথে নামতে দেখি না।  ইন্ডিভিজুয়ালিস্ট। বিচ্ছিন্ন। কারণ, সামাজিক।

বাকিগুলা এই তিন কারণেরই বাই প্রোডাক্ট।

এখন আর সত্তর, নব্বুই-এর পরিস্থিতি নাই। কেন নাই? জনগণ এতোদিনে বুঝে গেছে, রাজা যায় রাজা আসে, প্রতিশ্রুতি আসে, প্রতিশ্রুতি যায়, তারা তারাই থেকে যায়। বড় কিছু পায় না।

রাজনীতির পরিবাহকও যে পাল্টাইছে এটা বুঝে বড় দলগুলো। 

ফলত, কুটনীতিমুখী রাজনীতি। 

জনগণ কই?