
প্রকাশিত: Tue, Jul 25, 2023 10:37 PM আপডেট: Tue, Jul 1, 2025 5:38 AM
কূটনীতিমুখী রাজনীতি, জনগণ কই?
দেবদুলাল মুন্না: গণ আন্দোলন বাংলাদেশে কেন এখন টাফ? আমি একই মানুষকে আওয়ামী লীগ ও বিএনপির মিছিলে যাইতে দেখছি। কারণ জানতে চাইলে বলছেন, ভাড়া খাটি। মানে অর্থনৈতিক।
আমি বহু মানুষকে নীরব অবস্থানে থাকতে দেখছি। জানতে চাইলে বলছেন, আমরা সাধারণ। ওর পক্ষে গেলাম পরে আরেক পক্ষ ক্ষমতায় এলে নিজেরই বারোটা বাজবে।
মানে সুবিধাবাদী। ব্যাপারটা রাজনৈতিক।
আমি গোটা সমাজকে প্রযুক্তির কারণে সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখলেও রাজপথে নামতে দেখি না। ইন্ডিভিজুয়ালিস্ট। বিচ্ছিন্ন। কারণ, সামাজিক।
বাকিগুলা এই তিন কারণেরই বাই প্রোডাক্ট।
এখন আর সত্তর, নব্বুই-এর পরিস্থিতি নাই। কেন নাই? জনগণ এতোদিনে বুঝে গেছে, রাজা যায় রাজা আসে, প্রতিশ্রুতি আসে, প্রতিশ্রুতি যায়, তারা তারাই থেকে যায়। বড় কিছু পায় না।
রাজনীতির পরিবাহকও যে পাল্টাইছে এটা বুঝে বড় দলগুলো।
ফলত, কুটনীতিমুখী রাজনীতি।
জনগণ কই?
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
