প্রকাশিত: Tue, Nov 14, 2023 8:57 PM আপডেট: Tue, Apr 29, 2025 9:56 AM
[১]বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি: ম্যাথু মিলার
ইকবাল খান: [২] সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে এক সাংবাদিক জানতে চান, ‘জনাব মিলার, আমার নাম জ্যাকব মিল্টন আমি একটি বাংলাদেশি সাপ্তাহিকে কাজ করি। আপনি জানেন যে বাংলাদেশ ও ঢাকা গাজার মত আরেকটি উত্তপ্ত এলাকা। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে শিগগির বাংলাদেশ গাজা উপত্যকার মত পরিস্থিতি সৃষ্টি হবে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এখানকার শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে। তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সবার অংশগ্রহণে একটি নির্বাচনের পক্ষে। যুক্তরাষ্ট্র যখন মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভূমিকা রাখছে, তখন বাংলাদেশের নাগরিকরা খুব আশাবাদী। কেন বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনা করতে হয়?
[৩] জবাবে ম্যাথু মিলার বলতে চেষ্টা করেন, ‘আমাকে বলতে দিন’
[৪] এসময় ওই সাংবাদিক আবারো প্রশ্ন করেন, ‘যুক্তরাষ্ট্র কী বিশ্বাস করে ভারতের ক্ষমতাসীন দল বাংলাদেশে কিছু করছে?
[৫] জ্যাকব মিল্টনের প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা বহুবার বলেছি যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি আমরা। আমরা মনে করি বাংলাদেশে সরকারের বিষয়ে ভবিষ্যত নির্ধারণ করবে জনগণ।
[৬] আরেক সাংবাদিক জানতে চান, ‘ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কিন্তু যখন বিরোধী রাজনৈতিক দলের বেশির ভাগ নেতা জেলে, কমপক্ষে ৫ জন গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়েছে, তখন কিভাবে সংলাপ হবে? বিরোধী দলের বিরুদ্ধে সরকার দমনপীড়ন চালিয়েছে এবং তা অব্যাহত আছে, এমন প্রেক্ষাপটে বিরোধী দলের পক্ষ থেকে কে ওই চিঠি গ্রহণ করেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এমন পরিস্থিতিতে কিভাবে একটি সংলাপ হতে পারে?
[৭] জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিকের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, তবে তেমন কিছু করা থেকে আমি বিরত থাকব। বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। আমরা একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য কোনো দলকে সমর্থন করি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
