প্রকাশিত: Tue, Nov 14, 2023 8:59 PM আপডেট: Sun, May 11, 2025 11:29 PM
সরকার পরিবর্তন সহজ কিন্তু রেজিম পরিবর্তন সহজ নয়
জিল্লুর রহমান: বাংলাদেশের রাজনীতিতে রেজিম শব্দটা এখন বহুল উচ্চারিত শন্দ। রেজিম শুধুমাত্র ক্ষমতাসীন সরকারের নেতৃত্ব নয়, এর সাথে গোটা রাষ্ট্রযন্ত্র সম্পৃক্ত।
সরকারের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার,আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা- সবাই যখন এক ও অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকে, তখন তাকে রেজিম বলা যায়, শব্দটি ইতিবাচক এবং নেতিবাচক দুই অর্থেই ব্যবহৃত হতে পারে।
একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নেতৃত্বে তাঁর সরকার পরিবর্তন হতে পারে জনগণের আন্দোলনের মাধ্যমে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্র আন্দোলনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, শক্তি ও ক্ষমতার বিচারে এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে।
পাকিস্তানে ইমরান খান সরকারের পরিবর্তন হয়েছে, কারণ ইমরান খানের সাথে পুরো রাষ্ট্রযন্ত্র ছিলো না, অর্থাৎ রেজিম বলতে যা বুঝায় তা ছিলো না।
আমেরিকা এই পর্যন্ত কোথায়ও রেজিম-এর পরিবর্তন করতে পারেনি, করেছে সরকার। তারা চাইলেও ইরানের রেজিমকে পরিবর্তন করতে পারবে না, সেখানেও আমেরিকার নেতৃত্বে রেজিম পরিবর্তনের আন্দোলন চলছে।
বাংলাদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে এতো এতো কূটনৈতিক ব্যবস্থা নেয়ার পরেও কার্যতঃ ব্যার্থ হচ্ছে আমেরিকা, এর অন্যতম কারণ; শেখ হাসিনা একটি শক্তিশালী রেজিম গড়ে তুলেছেন, এই রেজিম যদি ২০০৬ সালে বিএনপি গড়ে তুলতে পারতো, তবে ১/১১ আসার কোন কারণই থাকতো না।
২০০৬ এর ২৮ অক্টোবারের মত আরেকটি অধ্যায় চাইলেও বিরোধী দল রচনা করতে পারবে না, কারণ পুলিশ এখন তা করতে দেবে না, কিন্তু তখন দিয়েছিলো।
একটা রেজিম পরিবর্তন করা মানে শুধু সরকার নয়, গোটা রাষ্ট্রযন্ত্র পরিবর্তন করা। যখন সরকার পরিচালনাকারীরা এবং রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের সকল ইনস্টিটিউশন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেটিকে ভেঙ্গে দেয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়, আবার সম্ভব যদি আপনা থেকে রেজিম ভেঙ্গে পড়ে, কিন্তু সেই অবস্থায় ছিটেফোঁটা লক্ষণ আছে বলে প্রতীয়মান হচ্ছে না। উল্টো নানা কারণে রেজিম আরো শক্তিশালী হচ্ছে।
জিল্লুর রহমান: এডভাইজর, বিজনেস এন্ড নিউজ, দৈনিক স্বদেশ প্রতিদিন
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
