প্রকাশিত: Tue, Nov 14, 2023 9:00 PM
আপডেট: Tue, Sep 17, 2024 10:02 PM

[১]একটি বাদে সাভারে সব পোশাক কারখানা খুলেছে, গাজীপুরেও কর্মচাঞ্চল্য

এ এইচ সবুজ, এম এ হালিম: [২] মঙ্গলবার থেকে কর্মমুখর হয়ে পড়েছে গাজীপুর শিল্পাঞ্চল। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, যেসব কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব কারখানায় শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম।

[৩] বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে গাজীপুর মহানগরীর ভোগাড়া, কোনাবাড়ী, কাশিমপুর, জরুনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিল্প পুলিশ, থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

[৪] কোনাবাড়ী এম এম নিটওয়্যার কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শুনেছেন যে অনেকগুলো মামলা হয়েছে। অনেক শ্রমিকের মধ্যে গ্রেপ্তারের ভয় আছে। হয়তো সেই কারণে অনেকে কাজে যোগ দেননি। 

[৫] শিল্প পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার কোনাবাড়ীর তুসুকা গ্রুপের কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনার পর তুসুকাসহ ১৩টি পোশাক তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার থেকে কিছু চালু হয়। মঙ্গলবার সব কটি কারখানা খোলা হয়েছে। 

[৬] গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অবস অ্যান্ড ইন্টেলিজেনস) ইমরান আহম্মেদ জানান, কারখানা বন্ধ থাকায় অনেক শ্রমিক তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন। এ কারণে শ্রমিকের উপস্থিতি কিছুটা কম। গ্রেপ্তার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই।

[৭] সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শিল্পাঞ্চল পুলিশ-১ এর আওতায় ১ হাজার ৭৯২টি কারখানা মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলোর একটি ছাড়া বাকিগুলো খুলেছে মঙ্গলবার। কিছু কারখানায় আংশিক কাজ চলছে। মঙ্গলবার শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।

[৮] তিনি বলেন, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ১ হাজার ৭৯২টি কারখানা মধ্যে একটি ছাড়া বাকিগুলোতে কাজ চলছে। এরমধ্যে কিছু কারখানায় আংশিক কাজ চলছে। শুধুমাত্র শ্রমিকরা কাজ না করায় নাবা নীট কারখানাটি এখনো বন্ধ রয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না