প্রকাশিত: Sun, Nov 19, 2023 11:46 AM
আপডেট: Tue, Sep 17, 2024 9:56 PM

[১]ইন্ডিয়ারে চীনের সমান শক্তিশালী পরাশক্তি হইয়া উঠতে দিবে কি আমেরিকা?

ব্রাত্য রাইসু, ফেসবুক: আমার হিসাব বলে, না, কোনো ভাবেই দিবে না! দুইটা সমান শক্তিসম্পন্ন প্রতিবেশী পরস্পরের সঙ্গে সত্যিকারের বিবাদে লিপ্ত হয় না। 

পরাশক্তি হইয়া উঠতে পারলে চীন-ভারত পরস্পরের শত্রুর চাইতে বন্ধু হইয়া উঠবে বেশি। ?এই সম্ভাব্য বন্ধুত্ব আমেরিকার জন্য সর্বদাই বিপজ্জনক হুমকি।

পরাশক্তি হতে না পারলে বাংলাদেশে 

ইন্ডিয়ার ছড়ি ঘুরানোর দিন শেষ

ইন্ডিয়া বিষয়ে আমেরিকা, রাশিয়া ও চীনের চাওয়া অভিন্ন। 

মহাভারতরে পরাশক্তি হইতে না দেওয়া। 

নতুন কোনো পরাশক্তি মাথা তুলতে পারলে (এমনকি ইসরাইল) বর্তমান পরাশক্তিগুলির কী কী রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা হইতে পারে, এবং সেই ভবিষ্যৎ সমস্যা সমূহ বর্তমান পরাশক্তিগুলির মধ্যে বিদ্যমান সমস্যার চাইতে খারাপ না ভাল, তার বিচার করতে পারলেই এই জিজ্ঞাসার গুরুত্ব বুঝতে পারবেন।

তো ইন্ডিয়া তারে পরাশক্তি হইতে না দেওয়ার এই গোপন সম্মিলিত বাধা কীভাবে দূর করবে? 

কেবল ইসরাইলের হেল্পে তা কি আদৌ সম্ভব? 

মনে হয় না।

যদি তা না হয় তাইলে বাংলাদেশে ইন্ডিয়ার ছড়ি ঘুরানোর দিন শেষ।

ব্রাত্য রাইসু: কবি, লেখক, সাংবাদিক। ফেসবুক: যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নৎধঃুধৎধরংঁ