প্রকাশিত: Mon, Feb 12, 2024 11:29 AM
আপডেট: Mon, Jul 7, 2025 4:13 AM

[১]চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে ৪ গাড়ির সংঘর্ষে আহত ৫

এম আর আমিন: [২] শনিবার রাতে এইসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

[৩] জানা যায়, পতেঙ্গা থেকে একটি মাইক্রোবাস টানেলের ভেতর দিয়ে আনোয়ারা অভিমুখে যাচ্ছিল। পেছন থেকে একটি প্রাইভেট কার ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা আরও একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সেটি এবং আরেকটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে আঘাত করে। এতে টানেলের টিউবের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়।

[৪] পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর টানেলের নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, দুর্ঘটনার পর চারটি গাড়ি জব্দ করেছি। এ নিয়ে গত তিন মাসে টানেলের ভেতরে-বাইরে ৭টি দুর্ঘটনা ঘটেছে। সম্পাদনা: এম খান, মুরাদ হাসান