প্রকাশিত: Mon, Apr 1, 2024 1:33 PM
আপডেট: Wed, Feb 19, 2025 8:26 PM

[১]ভারত থেকে প্রথম চালানের পেঁয়াজ এসেছে [২]ঢাকা-চট্টগ্রামে ৪০ টাকা দরে বিক্রি করা হবে

সালেহ্ বিপ্লব: [৩] ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে রোববার বিকেলে প্রথম চালানে এসেছে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ। 

[৪] এই পেঁয়াজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

[৪.১] রোববার সচিবালয়ে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

[৫] বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য সেহেতু আমরা ধরে রাখবো না। সোমবার থেকেই আমরা ডিলারদের কাছ থেকে চাহিদাপত্র জমা নেয়া শুরু করবো এবং একদিনের মধ্যে পৌঁছে দেব। আমরা ৪০ টাকা নির্ধারিত মূল্যে ঢাকা এবং চট্টগ্রামে ওপেন সেল করবো।

[৫.১] শুধু ঢাকা ও চট্টগ্রামে বিক্রির কারণ জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি ঢাকায় ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি শুরু করি, আমি বিশ্বাস করি ৬৪ জেলার অন্তত ৩০টি জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।

[৬] তিনি বলেন, সভায় বিভিন্ন সরকারি প্রতিনিধির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। কীভাবে যৌক্তিক মূল্যটা দীর্ঘসময় ধরে রাখতে পারিÑ সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। এর মধ্যে পরিবহন অন্যতম একটা চ্যালেঞ্জ। সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে।

[৭]  প্রতিমন্ত্রী বলেন, এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে, আগামী বাজেটের আগেই সেগুলোর দাম যেন সারাবছরের জন্য একটা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি Ñসে বিষয়ে বৈঠকে এনবিআর-এর সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে আমাদের আমদানিকারক ও উৎপাদক আছে, তাদের জন্য ১২ মাসের একটা পরিকল্পনা হলে সবার জন্য সুবিধা হয়।সম্পাদনা:সমর চক্রবর্তী