প্রকাশিত: Mon, May 13, 2024 11:23 AM আপডেট: Mon, Dec 9, 2024 6:38 PM
[১] ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
এম খান: [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১৯৭৪ সালের দিকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। সূত্র: চ্যানেল২৪
[৩] রোববার (১২ মে) রাজধানীতে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
[৪] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে। এ সময় তিনি জানান, সৌদি সরকারের পক্ষ থেকে ওই দেশে থাকা ত্রিশ লক্ষ বাংলাদেশির সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
[৫] তিনি আরও জানান, সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দী বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।