প্রকাশিত: Mon, Aug 5, 2024 12:35 AM আপডেট: Tue, Sep 17, 2024 10:20 PM
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
এম এম লিংকন: [২] শোকের মাসের পূর্ব কর্মসূচি থাকলেও সরকার পতনের এক দফা দাবিতে ডাকা শিক্ষার্থীদের আসহযোগ আন্দোলনে তৃতীয় পক্ষের সহিংসতা রোধ করতে গণজমায়েত করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
[৩] এদিন উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান উত্তরা এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী আনোয়ারুল ইসলাম (৬৭)।
[৪] প্রকৌশলী আনোয়ারুল ইসলাম মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতিসহ দলটির পক্ষে সবাই শোক প্রকাশ করেন।
[৫] দিনভর রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টার ঘটনায় অনেকে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
[৬] রোববার সকাল থেকে কেন্দ্রীয় বঙ্গবন্ধু এভিনিউ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে শুরু করে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের। নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে মিছিল করতেও দেখা গেছে তাদের।
[৭] পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। এছাড়া সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।
[৮] বেলা ১১ টার পর শাহবাগ মোড়ে ছাত্র লীগের সঙ্গে দফায় দফায় ধাওয়া -পাল্টা ধাওয়া ঘটে কোটা বিরোধী শিক্ষার্তীদের মধ্যে।
[৯] দুপুরের আগে মিরপুর -১০ নাম্বারে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল আহসান খান নিখিল জমায়েত কর্মসূচিতে অবস্থান করেন। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই.... স্লোগান দিতে থাকেন।
[১০] রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, জিগাতলা, শাহবাগ, খিলগাঁও , সবুজবাগ, প্রেসক্লাব, মৎস্য ভবন, চাঁনখারপুল, যাত্রাবাড়ি, ধানমন্ডিতে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সম্পাদনা: এম খান