
প্রকাশিত: Tue, Jan 3, 2023 3:24 PM আপডেট: Wed, Jul 9, 2025 4:03 AM
নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে, শিশুরাই বেশি আক্রান্ত
শাহীন খন্দকার: রাজধানীর শেরে-ই-বাংলা নগরস্থ শিশু হাসপাতাল এন্ড ইনিস্টিটিউটের উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার বলেন, দুই মাস থেকে ৩ বছরের শিশুরাই বেশী নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। দুই দিনের জ¦র নিয়ে হাসপাতালে ভর্তির পর জানা যায় শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। অনেক সময় বাবা-মা বুঝতে পারে না, তার শিশুর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, এমন রোগীও আসছে।
যতোই শীত ধেয়ে আসছে, অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বি-ব্লকের সাততলায় নিউমো রিসার্চ সেন্টারের নিউমোনিয়া বিশেষায়িত ওয়ার্ডসহ নিচতলা শিশু হাসপাতালেরবিছানাই রোগীতে ভর্তি দেখা যায়।
হাসপাতালটিতে ভর্তি এক বছরের শিশু রাইশা ইসলাম। মা কোহিনূর বলেন, মানিকগঞ্জ গ্রামের বাড়িতে শীতের শুরুতেই বেশি ঠান্ডা পড়ছে। প্রথমে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি থাকার পরে রাইশার অবস্থা খারাপ হলে তিনি শিশু হাসপাতালে ভর্তি করেন রাইশাকে। তিনি বলেন, সন্তান এখন অনেকটাই ভালো আশা করছি দু’একদিনের মধ্যে বাড়িতে যেতে পারবো।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ইপিডেমিত্তলোজিস্ট ডা. এ. বি. এম মাহফুজ হাসান আল মামুন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৪ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। জানুয়ারী ২ তারিখ পর্যন্ত ভর্তি রোগী ৪২ জনের মধ্যে মারা গেছেন দুইজন।
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. মুনীরুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে শিশুদের জন্য অত্যন্ত জটিল সমস্যা নিউমোনিয়া। দেশে প্রতি হাজারে ৩৬১ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। আর পাঁচ বছরের কম বয়সে মারা যাওয়া শিশুদের প্রতি পাঁচজনে একজন নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণজনিত কারণে মারা যায়। তবে মা ও শিশু হাসপাতালে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় শিশু চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
