তাবাসসুম সুইটি: [৩]আগামী ২৫ ও ২৬ জানুয়ারি এই কারখানা থেকেই বাংলাদেশ সরকারের কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান আসার কথা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর তিনটা নাগাদ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। টাইমস অফ ইন্ডিয়া,এনডিটিভি
[৪] পুনের মঞ্জরি এলাকার সেরাম ইনস্টিটিউটের ১ নং টার্মিনাল গেটের পাশেই নির্মাণাধীন এসইজেড-৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই অগ্নিনির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা ৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। ভবনটি খালি করে দেওয়া হয়েছে ।
[৫] প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত আছে সেরামের কারখানায়। তাই এই টিকা নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে গোটা ভারতে। টিকা তৈার ও সংরক্ষণের জায়গা নিরাপদে আছে বলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছেন পুনের পুলিশ কমিশনারও।
[৬] ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এক তাৎক্ষণিক বিবৃতিতে জানানো হয়, উদ্ধব ঠাকরে পুনার ঘটনার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন, অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। [৭] অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রা জেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম।
দেশজুড়ে টিকাদান শুরু হওয়ায় টিকা তৈরি ও তা বিপুল পরিমাণে সংরক্ষণের প্রক্রিয়াও রয়েছে সেরামে। সম্পাদনা : মোহাম্মদ রকিব, আসিফুজ্জামান পৃথিল, সালেহ্ বিপ্লব