শরীফ শাওন: [৩] ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, আবাসিক হলগুলো খুলে দেওয়া এবং পরীক্ষা গ্রহণের বিষয়ে আগের নেওয়া সিদ্ধান্ত আবারও বিবেচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার বিষয়টিও আলোচনায় আছে। [৪] ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে অফিস চলাকালীন হলে প্রবেশের সুযোগ রয়েছে। প্রতিদিনের মতো তারা হলে প্রবেশ করে কাজ শেষে ফিরে গিয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিলো। [৫] এরআগে বিভিন্ন গণমাধ্যামে জানায়, তালা ভেঙে ঢাবি’র শহীদুল্লাহ হলে ঢুকেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে হলে অবস্থান নিয়ে হল খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। সম্পাদনা: রায়হান রাজীব