শরীফ শাওন : [৩] বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপসচিব বলেন, র্যাংগস-সনি কোম্পানি যে সকল যন্ত্রাংশ জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করে, একই ভাবে আমদানি করায় আবু বকর গং (১৪ জন) কে বাঁধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। [৪] সোমবার কমিশনের কার্যালয়ে উভয়পক্ষের শুনানি কার্যক্রম শেষে মুনীরুজ্জামান ভূঁঞা বলেন, আবু বকর গংদের বিরুদ্ধে আমদানিতে কাস্টমস ফাঁকি এবং বাজারে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগ করে র্যাংগস কর্তৃপক্ষ। বিষয়টির সত্যতা যাচাইয়ে পরবর্তী শুনানী ২২ মার্চ ধার্য করা হয়েছে। আবু বকর গংদের আমদানির বৈধ কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। [৫] আবু বকর গংদের দাবি, সঠিক নিয়মেই আমদানি করা হয়, যে কোম্পানি থেকে যন্ত্রাংশ আনা হয়, অ্যাসেম্বল শেষে তাদের নামেই বিক্রি করা হয়।
[৬] মামলাটি শুনানি করেন কমিশন চেয়ারম্যান মফিজুল ইসলাম, এসময় কমিশনের চার সদস্য উপস্থিত ছিলেন।
[৭] এছাড়াও বিএসআরএম ও ওয়াটার ট্রান্সপোর্ট সেল এর অপর দুটি মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিবাদি পক্ষের অনুপুস্থিতির কারণে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বিশ্বে নৌ-বীমার প্রিমিয়াম কম উল্লেখ করে দেশিয় বীমার প্রিমিয়াম কমানোর দাবিতে মামলা করে বিএসআরএম। [৮] কমিশনে অভিযোগের আহ্বান জানিয়ে মুনীরুজ্জামান ভূঁঞা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। আমরা নিজ থেকে কোন প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে ডাটা সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়ে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু