
প্রকাশিত: Sun, Jan 15, 2023 3:36 PM আপডেট: Sun, May 11, 2025 12:00 AM
আমি রাজনীতি করবো, ভালো থাকবো, ভালো হবো কীভাবে?
রবিউল আলম
আমি মনেপ্রাণে একজন বাঙালি, স্বাধীনচেতা মন আমার। বাঙালি জাতির পিতাকে অনুসরণ করে নিজের জীবনের স্বপ্নগুলো সাজিয়েছিলাম। বাঙালির মুক্তির আন্দোলনে, জয়বাংলা শ্লোগানে বাংলার আকাশ-বাতাশ কাঁপিয়ে নিজের মনকে শুদ্ধ করে নিয়েছিলাম। বাঙালি জাতীয়তাবাদের কবিতা সংস্কৃতি গ্রহণ করে মনের সুখে গাইতাম আমার সোনার বাংলার গান। স্বপ্ন দেখতাম বিশ^ বাঙালির একটি দেহ, একটি প্রাণ, একটি ঠিকানায় অবস্থান। দুঃস্বপ্নের বাংলাদেশ, জাতি হলো পিতাহীন। পিতৃপরিচয়টুকু কেড়ে নিয়ে ওরা ক্ষান্ত হয় নাই। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিছে। মনের ভাষাকে স্তব্ধ করে দিয়েছিলো। মিথ্যাচারের রাজনীতির মাধ্যমে বাংলার মানচিত্রকে ছিন্নভিন্ন করে দিয়েছিলো। সন্ত্রাস জঙ্গিবাদ ধর্মের আবদ্ধে রাজনীতিকে কলুষিত করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, বাঙালি তার আপন ঠিকানা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুঁজে পেয়েছে, বুঝে নিয়েছে। রাজনীতির ইতরামির ভাষায় বাংলাদেশ ভারত হয় নাই। মসজিদে উলুধ্বনি হয় না, বিদেশি পরাশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করে না। উন্নয়নের বাংলাদেশ বিশ্ব ছুঁতে চায়। বিশ্ব বাংলাদেশের সাথে সু-সম্পর্ক চায়। বাংলাদেশের মানচিত্রে ভারত চলে এসেছে, ছিটমহল বিনিময়ের মাধ্যমে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বাঙালির এই বহুলপ্রচলিত বাক্য অস্বীকার করে রাজনীতিকে চরিত্রহীন বানিয়ে ফেলেছে, ভদ্রলোকের রাজনীতিকে সম্মানহানি করছেন, কমিটি গঠনে ঝুলিয়ে রেখে,পদের সম্মানটুকু রক্ষা না করতে পেরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে বলতে হয়েছে, ভালো মানুষদের আনতে না পারলে রাজনীতি হবে চরিত্রহীন।
দীর্ঘ সময় পরে হলেও সত্য অস্বীকার করে, রাজনীতি করতে পারেন নাই। বুঝতে পারার জন্য ধন্যবাদ। শত চেষ্টা করেও একটি প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কোনো অপশক্তির প্রয়োজন হয় নাই। ক্ষমতায় আসার পরে দুষ্ট গরুগুলো প্রবেশ অধিকার পেলো কোত্থেকে? আমি রাজনীতি করবো, ভালো থাকবো, ভালো হবো কীভাবে? অসৎসঙ্গ সর্বনাশের বীজ রোপন করে। রোপনকারীদের খুঁজতে হবে না। বাঙালি জাতীয়তাবাদ ধারণকারীদের খুঁজুন, ভালো মানুষ পেয়ে যাবেন। ভালো রাজনীতি জন্য শেখ হাসিনা আছেন, বাংলার গ্রামে, বাঙালির প্রাণে যার অবস্থান। বিপথগামী রাজনীতি থেকে নেতা আমদানির প্রয়জোন হবে না। একটি দুষ্ট গরু পিতার আদর্শ বিনষ্টের জন্য যথেষ্ট। লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
