
প্রকাশিত: Mon, Jan 16, 2023 4:20 PM আপডেট: Sat, May 10, 2025 11:29 PM
পাঠ্যপুস্তক : একটি ক্ষতিকর স্পূনফীডিং!
মাসুদ রানা
শিক্ষাবৌর্ডের পাঠ্যপুস্তক প্রকাশ করার ধারণাটাই ভুল। এটি একটি ক্ষতিকর স্পূন-ফীডিং, যা শিক্ষকের সৃষ্টিশীলতা ধ্বংস করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সৌর্স থেকে তথ্য ও জ্ঞান লাভ করার ক্ষমতাকে সীমিত করে দেয়। একটি জাতির শিশুদের কী কী শিখতে হবে, তা জাতীয় শিক্ষানীতির বিষয়, যার ভিত্তিতে তৈরি হবে ন্যাশনাল কারিকুলাম। এখানে ঠিক করতে হবে কোনো বয়সের শিশুদেকে কোন মাত্রায় কী কী সাবজেক্ট বাধ্যতামূলকভাবে এবং কী কী সাবজেক্ট ঐচ্ছিকভাবে শেখাতে হবে।
তারপর আসে বিদ্যালয়। বিদ্যালয়ের কাজ হচ্ছে বাধ্যতামূলকভাবে ন্যাশনাল কারিকুলাম এবং অন্যান্য ঐচ্ছিক সাবজেক্ট ডেলিভার করা, যাতে শিক্ষার্থীরা তাদের বয়স অনুযায়ী সমন্বিত জ্ঞান অর্জন করে বিকশিত হতে থাকে। আর, এই জ্ঞানদান প্রক্রিয়ায় শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে একটি বিষয়ে শুধু একটি মাত্র বই অনুসরণ করতে বলবেন না, তাঁরা তাদেরকে উৎসাহিত করবেন না উৎস ও বই, জার্নাল, ইণ্টারনেট, ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করতে।
সবশেষে আসে শিক্ষা বৌর্ড, যার নাম হওয়া উচিত পরীক্ষা বৌর্ড। এর কাজ হচ্ছে বিভিন্ন কৌর্স ও কুয়ালিফিকেইশনের স্পেসিফিকেইশন তৈরি করা; এ্যাসেসমেণ্ট অবজেক্টিভ নির্ধারণ করা; গ্রেইড রেইঞ্জ ও গ্রেইড ডেস্ক্রিপশন প্রস্তুত করা; পরীক্ষকদের প্রশিক্ষিত করে তাদের এ্যাসেসমেণ্ট মডারেইট করা; এবং পরীক্ষা পরিচালনা ও এ্যাসেসমেণ্ট করে ফল প্রকাশ করা। ১৬/০১/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
