
প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:38 PM আপডেট: Sun, May 11, 2025 2:19 AM
করোনা থেকে জীবন রক্ষাকারী জগৎখ্যাত বিজ্ঞানী সারাহ গিলবার্টের সঙ্গে কিছুক্ষণ
খোশরোজ সামাদ : ১. সেই দাহকালের কথা মনে আছে? একের পর এক মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে করোনার ভয়াল হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। নিশ্চিত মৃত্যুর আশঙ্কায় সন্তান রাস্তায় ফেলে যাচ্ছে আক্রান্ত মাকে। বিজ্ঞান যখন অসহায় তখন সারাহ গিলবার্টের তত্ত্বাবধানে একদল বিজ্ঞানী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তৈরি করলেন অক্সফোর্ড এস্ট্রাজেনিকা ভ্যাক্সিন। যে পথিক মৃত্যু দুয়ারে পথ হারিয়েছিল সে পেলো বাতিঘরের সন্ধান। ২. একটি নতুন ভ্যাক্সিন বাজারে আনতে যে পর্যায় পেরিয়ে আসতে হয় তাতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে। সারাহ গিলবার্ট সেটি সম্যক বিবেচনায় নিয়ে ‘এমারজেন্সি’ ব্যবহারের ঘুলঘুলি দিয়ে সল্প সময়েই আলোর পথ দেখালেন। প্যাটেন্ট বিক্রির মতো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার প্রলোভনকে উপেক্ষা করে বিনামূল্যে মেধাসত্তকে পৃথিবীবাসীর জন্য উন্মুক্ত করে দিলেন। ফলে প্রতি অক্সফোর্ড এস্ট্রাজেনিকার ভ্যাক্সিনের মূল্য মাত্র এককাপ কফির দামে আনা গেলো। সারা পৃথিবী যেন দেখা পেল আরেক জীবনদায়িনীকে।
৩. লিট ফেস্টে সারাহ গিলবার্টের সেশনে থাকবার সৌভাগ্য হয়। আমার কোমলমতি জ্ঞানভিত্তিক প্রশ্ন ছিলো, মাংশপেশীতে কোভিড ভ্যাক্সিন দেওয়ার বদলে স্প্রে বা মুখে খাওয়ানো যায় কিনা। স্মিত হেসে তিনি জানালেন, নৈতিকভাবে তিনিও বিষয়টিকে সমর্থন করেন। তবে সময়ই বলে দেবে এটা করা সম্ভব হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিলো, সকল ভ্যারিয়েন্টের উপর কার্যকরী ‘প্যান করোনাল ভ্যাক্সিন’ আবিষ্কার কী অধরা থেকে যাবে? এই প্রশ্নের জবাবে বাংলা একাডেমির বাউল শাহ আব্দুল করিম অডিটোরিয়াম ভর্তি দর্শকদের বিপুল করতালির মধ্যে জানান বিজ্ঞান অনেক কল্পনাকেই সম্ভব করেছে। দুপুরে খাবার টেবিলে অনেক অজানা তথ্যে আমাকে সমৃদ্ধ করলেন। এই মহান বিজ্ঞানীর সাথে ক্যামেরাবন্দী হয়ে আরেকবার মনে হলো জন্ম আমার ধন্য হলো মা গো!
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
