প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:40 PM
আপডেট: Sun, May 11, 2025 3:31 AM

জসিম উদ্দীনের স্বপ্নের এই লাইব্রেরীটি রক্ষায় আপনিও এগিয়ে আসুন

মোজাফ্ফর হোসেন : আমরা কত কিছু নিয়ে স্বপ্ন দেখি, কতকিছু অর্জন করতে চাই; কিন্তু আমাদের একজন জসিম উদ্দীন আছেন যিনি স্বপ্ন দেখেন শুধু তাঁর লাইব্রেরি নিয়ে। আমরা তাঁর মতো করে স্বপ্ন দেখতে না পারি, কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নের সহযোগী তো হতে পারি। পেশায় কাঠমিস্ত্রী, শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণির বেশি পড়তে পারেননি জসিম, কিন্তু পড়ে আছেন বই নিয়ে। 

স্বশিক্ষিত আলোকিত মানুষ তিনি, সব ধরনের বইয়ে তাঁর আগ্রহ। শুধু পাঠ না, কয়েক গ্রামের সংগীত ও সংস্কৃতিচর্চার কেন্দ্রও তাঁর লাইব্রেরিটা। সামনে যত্ন করে গড়ে তুলেছেন ফুলের বাগান। স্ত্রীকে জানিয়ে দিয়েছেন, তাঁকে ভালোবাসতে হলে তাঁর লাইব্রেরিকে ভালোবাসতে হবে। দুজনে মমতা দিয়েই আগলে রেখেছিলেন। কিন্তু একটা অনাকাক্সিক্ষত ঘটনার ফলে তাকে তাঁর ভাষ্যে ‘স্ত্রী ও তিন সন্তান (দুই কন্যা ও এক লাইব্রেরি)’ নিয়ে পথে নামতে হচ্ছে। এখন তিনি পাঁচ শতক জায়গা দেখেছেন লাইব্রেরির জন্য। মাত্র সাড়ে তিন লক্ষ টাকা দাম, লাইব্রেরি নির্মাণ ও আনুষঙ্গিক আরো কিছু খরচ। আমরা সম্মিলিত সামর্থ্যরে কাছে খুব সামান্য এটা। আসেন আমরা অনেক স্বপ্নের অপমৃত্যুর মধ্যে জসিমের লাইব্রেরিটা বাঁচিয়ে দিই। লেখক: কথাসাহিত্যিক