
প্রকাশিত: Wed, Jan 18, 2023 4:02 PM আপডেট: Sat, May 10, 2025 6:45 PM
পাণ্ডুলিপি না পড়লে সম্পাদনা করবেন কীভাবে!
শওগাত আলী সাগর
বাংলাদেশে কেউ ব্যর্থতার দায় নেয় না, দায়িত্ব স্বীকার করে না, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক হাসিনা খান দায় স্বীকার করেছেন। বাংলাদেশের প্রেক্ষিতে এটি অবশ্যই একটি নতুন বিষয় এবং সে জন্য এই দুই অধ্যাপককে ধন্যবাদ দিই। পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য, সেখানে যেকোনো ধরনের ভ্রান্তি এবং অনৈতিক তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুই অধ্যাপকের সাথে একমত যে, ‘একই পাঠ্যপুস্তক রচনার সঙ্গে অনেকে জড়িত থাকেন, যাঁদের শ্রম ও নিষ্ঠার ফলাফল হিসেবে বইটি প্রকাশিত হয়। বিশেষত জাতীয় পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে এই সব লেখকের কাছ থেকেই একধরনের দায়িত্বশীলতা আশা করা হয়।’ যে লেখক দায়িত্বহীন আচরণ করেছেন তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও আমরা মনে করি।
দুই অধ্যাপক বলেছেন, ওই অধ্যায়ের ‘আলোচিত অংশটুকু লেখার দায়িত্বে আমরা দুজন না থাকলেও সম্পাদক হিসেবে এর দায় আমাদের ওপরও বর্তায়, সেটি আমরা স্বীকার করে নিচ্ছি।’Ñএই দায় স্বীকারের জন্য ধন্যবাদ দিয়েও বিনীতভাবে বলতে চাই, সম্পাদকের পদটি কোনোভাবেই অলংকারমাত্র নয়, বিশেষকরে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে। পুস্তক বা পাঠ্যপুস্তক রচনায় জড়িতদের কেউ কোনো ভুল করলে সেটি ধরে সংশোধনের জন্য, মান নিরুপণের জন্যই সম্পাদক থাকেন। পান্ডুলিপি না পড়লে সম্পাদনা করবেন কীভাবে! লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
