
প্রকাশিত: Tue, Jan 24, 2023 3:37 PM আপডেট: Wed, Feb 8, 2023 4:35 AM
বোসকে জানতে এবং বুঝতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আগ্রহ আছে
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন
সত্যেন বোসের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। পুরো হলরুম কানায় কানায় পূর্ণ দেখে মনে হয়েছে, বোসকে জানতে এবং বুঝতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আগ্রহ আছে। উক্ত ওয়ার্কশপে ৪০ মিনিট করে ৩ জন শিক্ষক বোসের গবেষণা নিয়ে লেকচার দিয়েছেন। শুরুতে ড. আরশাদ মোমেন কোয়ান্টাম স্ট্যাটিসটিক্স, কোয়ান্টাম মেকানিক্স এবং হিগ্স বোসন নিয়ে একটি সবংসবৎরুরহম লেকচার দেয়। তারপর আমাদের ড. তীব্র আলী বোস-আইনস্টাইন কন্ডেনসেটের ওপর একটি টেকনিক্যাল কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর বক্তব্য রাখেন। সবার শেষে আমাদের ড. আসাদুজ্জামান কাজল ‘ডাইপোলার বোস-আইনস্টাইন কন্ডেনসেটের ওপর একটু ভিন্ন আঙ্গিকে অসাধারণ একটি লেকচার দেয়। ড. আসাদুজ্জামানের চযফ থিসিস এই বিষয়ের ওপর হওয়ায় বলা যায় সে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ। উপস্থিত শিক্ষার্থীদের পিন পতন নীরবতা নিয়ে বক্তব্য শোনা দেখে মনে হয়েছে তারা খুবই উপভোগ করেছে।
শুধু তাই নয় আমাদের ৩ জন শিক্ষার্থীও সেখানে বোসের জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রেখেছে। এই ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিন্ন দুটি বিভাগের যাদের মধ্যে একজন পদার্থবিজ্ঞান বিভাগের এবং একজন ফলিত গণিত বিভাগের। আর তৃতীয়জন মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই অনুষ্ঠানটি হওয়ার পেছনে অনেকের শ্রম আছে। আমাকে সাহায্যের জন্য কমিটিতে ছিলেন শিক্ষক গোলাম দস্তগীর আল কাদরী, ড. হানিয়াম মারিয়া এবং বিভাগের সদ্য যোগ দেওয়া শিক্ষক কামাল উদ্দিন। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ছিল। সবার উপরে সবচেয়ে বেশি শ্রম, মেধা ও নেতৃত্ব দিয়ে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেছেন তিনি হলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়
আরও সংবাদ
‘মানবতাবাদী’র পক্ষে, ‘মানবতাবাদীর বিপক্ষে’
লেখকের সাহিত্য পড়েন, তার লাইফস্টাইল নয়
বিপ্লবী নেত্রী কল্পনা দত্তের প্রয়াণ দিবস, তাঁর বিপ্লবী মনভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘অগ্নিকন্যা’ বলেছেন
মানুষের কাজে লাগে এমন গবেষণায় জোর দেওয়া দরকার : নাদিরা করুণাভিরা
আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিলো
‘প্রমিত বাঙলা’ বলে কিছু নেই!

‘মানবতাবাদী’র পক্ষে, ‘মানবতাবাদীর বিপক্ষে’

লেখকের সাহিত্য পড়েন, তার লাইফস্টাইল নয়

বিপ্লবী নেত্রী কল্পনা দত্তের প্রয়াণ দিবস, তাঁর বিপ্লবী মনভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘অগ্নিকন্যা’ বলেছেন

মানুষের কাজে লাগে এমন গবেষণায় জোর দেওয়া দরকার : নাদিরা করুণাভিরা

আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিলো
