প্রকাশিত: Sun, Jan 29, 2023 4:10 PM
আপডেট: Sat, May 10, 2025 4:00 AM

বাংলাদেশের সিনিয়র লেখকেরা আমাকে যেসব উপদেশ দিয়েছিলেন

আনিসুল হক: আমি ছাত্রাবস্থা থেকেই দেশের বড় বড় লেখকদের কাছে যেতাম। তাদের উপদেশ শুনতাম। কিছু টিপস আমি তাদের কাছ থেকে পেয়েছিলাম : ১. কখনো বিনয় করে বলবেন না যে, আপনার কবিতা কিছু হয় না। তাহলে সবাই বলবে, ও নিজেই স্বীকার করেছে ওরটা হয় না। কাজেই ও আর কী লিখবে।-শামসুর রাহমান। ২. ডোন্ট রুইন ইয়োর স্টোরিজ উইথ ফ্যাক্টসÑ সত্য ঘটনা বলে গল্প নষ্ট করো না। এটা মুহম্মদ জাফর ইকবাল স্যারকে একজন মার্কিন লেখিকা বলেছিলেন।-মুহম্মদ জাফর ইকবাল। ৩. তুমি যদি কবি হতে চাও, গদ্য লিখবে না। একবার গদ্য লিখলেই কেউ আর তোমাকে কবি বলবে না।Ñমহাদেব সাহা।

৪. তুমি কেন ডাকনাম ব্যবহার করবে? আনিসুল হক তো খুব সুন্দর একটা নাম। এই নামে লেখো। তা না হলে ভবিষ্যতে পস্তাতে হবে।- হেলাল হাফিজ। ৫. পড়ার বাইরে তরুণ লেখকদের জন্য আমার তিনটা উপদেশ আছেÑ পড়ো, পড়ো এবং পড়ো।- সৈয়দ শামসুল হক। ৬. লেখার মধ্যে হুক থাকতে হয়। হ্যাংগার কাপড় ঝুলিয়ে রাখে, কিন্তু হ্যাংগারকে ঝুলিয়ে রাখে কে? হুক। লেখায় হুক থাকবে, যা পাঠককে আটকে রাখেÑ খন্দকার আশরাফ হোসেন।

৭. নাটকে থাকতে হয় নাটকীয়তা। এর পর কী? এর পর কী?- বেলাল বেগ। ৮. বড় উপন্যাস লেখো। তোমার ৫টা ছোট উপন্যাস একখানে করলেই কিন্তু একটা বড় উপন্যাস হবে। উপন্যাসে তা করা যায়Ñ আবদুল্লাহ আবু সায়ীদ। ৯. তার দ্বারা লেখা হবে, যার মধ্যে বেদনা আছে, মানুষের জন্য বেদনা। আর আছে অন্য লেখকদের প্রতি শ্রদ্ধা।- আবদুল্লাহ আবু সায়ীদ।  লেখক: কথাসাহিত্যিক ও সাংবাদিক। ফেসবুক থেকে