প্রকাশিত: Fri, May 19, 2023 4:44 AM
আপডেট: Mon, Sep 25, 2023 7:49 PM

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এবং ১৮+ কন্টেন্ট

রাহাত মুস্তাফিজ : ১৮+ কন্টেন্ট মানে কেবল যৌন দৃশ্য বুঝায় না। আরও কিছু বিষয় থাকতে পারে। ন্যুডিটি, সেক্সুয়াল থিম, খুনোখুনি-বিভৎসতা, স্ল্যাং, ড্রাগের ব্যবহার, ধূমপান-অ্যালকোহল এসব থাকলেও সেই কন্টেন্ট ১৮+ হতে পারে। আসল কথা হচ্ছে, ওই বয়সের কম ইয়াংদের ওসব দেখানো থেকে বিরত রাখা। এই না দেখানোর পেছনে নিশ্চয়ই শিশু-কিশোরদের সাইকোলজিক্যাল ওয়েল বিয়িং মাথায় রাখা হয়।  

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ক্রাইম থ্রিলার সিরিজটি ১৮+। এটা ১৮+ হবার কারণ আমার মতে ভায়োলেন্স ও গালি, সেক্স নয়। অ্যালেনের (নাসির উদ্দিন) কামুক চোখ দিয়ে শায়লার (মিথিলার) পীঠ আর পেট দেখানো ছাড়া ওতে এমন কিছু দেখানো হয়নি যাতে আঠার প্ল্যাস ট্যাগ লাগানো যেতে পারে। ভায়োলেন্স তাই মূল কারণ। 

‘তৈ তৈ তৈ....আমার বৈয়াম ফাখি খই’, এই গানটি সিরিজের নির্দিষ্ট সিকোয়েন্সের জন্য প্রাসঙ্গিক ছিলো বলে মনে করি। একজন অশিক্ষিত, অসভ্য ও বর্বর প্রকৃতির লোকের সাংস্কৃতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী তার পক্ষে ওই গান/ডায়লগই মানায়। ওইখানে তার মুখ দিয়ে রবীন্দ্রসংগীত বের করা হলে বরং বিষয়টা ‘অশ্লীল’ হয়ে যেতো। এইখানে আবার সাব-অল্টার্নবাদীরা ক্ষেপে যাবে আমার উপর। ‘প্রান্তিক মানুষের সংস্কৃতি'কে এলিট কালচারের বিচারে ছোট করছি বলে আমাকে দোষারোপ করবে। বিষয়টা তো আসলে তা নয়। হিরো আলমের কন্টেন্টকে যে কারণে ‘রুচির দুর্ভিক্ষ’ হিসেবে আখ্যা দেওয়া হয়, ঠিক সেই একই কারণে ‘তৈ তৈ তৈ’কেও রুচির দুর্ভিক্ষের উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। পার্থক্য হচ্ছে পরিচালক শিহাব শাহিন ‘তৈ তৈ তৈ’ প্রাসঙ্গিক হিসেবে সিরিজে ব্যবহার করেছেন। অন্যরা শ্রেফ রুচির দীনতা প্রকাশে বিভিন্ন গান, সিনেমা, কন্টেন্ট বানিয়ে রুচির দুর্ভিক্ষ বাড়াতে থাকেন। 

তাহলে ‘তৈ তৈ তৈ...আমার বৈয়াম ফাখি খই’ কী আমার প্লেলিস্টে রাখব না? উত্তর হচ্ছে, বিগ নো। এই গান বারবার শোনার মতো কিছু নয়। তারপরেও অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে বা শুনতে না চাইলেও এই জিনিস বারবার সামনে আসবে। কারণ আমরা বাস করছি টিকটক, ফেসবুক ভিডিও আর সেলিব্রেটিদের বানানো সো-কল্ড পপুলার কালচারের দুনিয়ায়। আমাদের দেখার চোখ নষ্ট হয়ে গেছে, উপভোগ হারিয়ে গেছে ভোগের গভীরে। ফেসবুক থেকে