প্রকাশিত: Wed, Sep 6, 2023 12:22 PM
আপডেট: Mon, Sep 25, 2023 6:12 PM

তারা মহান কেউ নন

দেবদুলাল মুন্না, ফেসবুক: বে গুয়ান্তানামো কারাগারে বন্দীদের নির্যাতন করা হলো। তারা চুপ।

সিরিয়া, ইরিত্রিয়া, ইরান, ইয়েমেন  আফগানিস্তানসহ বহুদেশে নিরাপরাধ মানুষ মারা হলো।  তারা চুপ। 

জর্জ ফ্লয়েড হত্যা হলো আমেরিকায়। তারা চুপ।

অমর্ত্য সেনের বাড়ি দখলে নিতে চাইল মোদী সরকার। তারা চুপ। 

পিটার হান্ডে, আরেক নোবেল লরিয়েট সার্বহত্যার একনায়কের বাসায় দাওয়াত খান, হত্যা সমর্থন করেন, তারা চুপ।

নোবেল পুরস্কার দিতে যৌন কেলেংকারি হয়। তারা চুপ।

ভারতে কৃষক আত্মহত্যা করে, তারা চুপ।

দেশে দেশে আরও কতো নিপীড়ন চলছে, তারা চুপ।

তারা শতাধিক শুধু ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিচার স্থগিত করতে বিবৃতি দিলেই সুন্দর ও মহান হয়ে যান? 

কেন তারা  জগতের কোনো ঘটনায় এতো একত্রিত হয়ে প্রতিবাদ জানালেন না, শুধু ইউনূসের জন্যে মুখর হলেন, কেনো ও কিভাবে  সেটা আমরা ভাবব না? 

আমরা কি এটা জানি না যে ইউনুস বিরাজনীতিকরণের পক্ষে ২০০৭ সালে কথা বলেছিলেন। আওয়ামী লীগের সাথে বিএনপিকেও চাননি। 

এখন বিএনপি রাজপথে চুপ। ইউনূসকে তাদের পক্ষের ভাবছেন? 

দেরি হয়ে যাচ্ছে ও হুজুগে এসবকে আমল দেওয়া রাজনীতি সচেতন আমরা, এতোটুকুই।

তাহারা কেন মহান এই একটা ঘটনায় বিবৃতি দিয়েই?