প্রকাশিত: Thu, Nov 9, 2023 10:55 PM আপডেট: Wed, Dec 6, 2023 4:48 AM
[১]দারিদ্র্যসীমার ওপরে উঠতে ২৩ হাজার টাকা মজুরি প্রয়োজন: সিসিসি
মাহাবুব খান: [২] ইউরোপভিত্তিক শ্রমিক অধিকার জোট ক্লিন ক্লথস ক্যাম্পেইন (সিসিসি) মনে করে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করার মধ্য দিয়ে শ্রমিকদের আবারও পাঁচ বছরের জন্য বেঁচে থাকার সংগ্রামের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো
[৩] সিসিসি জানায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে উঠতে ২৩ হাজার টাকাই ন্যূনতম মজুরি প্রয়োজন। তাই বাংলাদেশের শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন অনুসারে ন্যূনতম মজুরির এই দাবি করা হয়েছিল যা করা হয়নি।
[৪] সিসিসি’র মতে শ্রমিকেরা এখন ওভারটাইমের ওপর নির্ভর করে সংসার চালাচ্ছে। ঋণ করে বা একবেলা না খেয়ে তাঁদের জীবন ধারণ করতে হচ্ছে। মজুরি দারিদ্র্যসীমার নিচে হওয়ায় তাঁরা কখনো কখনো সন্তানদের কাজে যেতে বাধ্য করে।
[৫] অন্যদিকে বাংলাদেশের কারখানামালিকেরা দাবি করেন, তাঁদের পক্ষে এরবেশী ন্যূনতম মজুরি দেওয়া সম্ভব নয়।
[৬] মালিকরা বলছে মূলত ক্রেতা কোম্পানি পোশাকের দাম নির্ধারণে মূল ভূমিকা পালন করে।
[৭] এ বিষয়ে ক্লিন ক্লথস ক্যাম্পেইনও বলছে, তারা আন্তর্জাতিক ক্রেতাদের গ্রহণীয় ন্যূনতম মজুরি দেওয়ার মতো মূল্য দেওয়ার যে আহ্বান জানিয়েছিল, তাতে কেবল একটি ব্র্যান্ড সাড়া দেয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ!
যারা এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন
ইমরান খানের পদত্যাগ: বাংলাদেশে বিএনপির শিক্ষণীয়
দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে!
বিএনপি নেতারা কেন আত্মগোপনে?
জেনেবুঝে মানুষকে বিভ্রান্ত করে হিট আদায় করার বিষয়টি কি সাংবাদিকতার অপরিহার্য বিষয়!

ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ!

যারা এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন

ইমরান খানের পদত্যাগ: বাংলাদেশে বিএনপির শিক্ষণীয়

দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে!

বিএনপি নেতারা কেন আত্মগোপনে?
