
প্রকাশিত: Thu, Nov 9, 2023 10:58 PM আপডেট: Wed, Dec 6, 2023 3:59 AM
বিএনপি টাইমড আউট
জিল্লুর রহমান: সম্প্রতি বাংলাদেশের সাথে খেলায় লঙ্কান ক্রিকেটার এঞ্জেলা ম্যাথুজ এর টাইমড আউট নিয়ে বিতর্ক চলছে।
টাইমড আউট হলো ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে আউট করার একটি পদ্ধতি। আগের ব্যাটসম্যান আউট হওয়ার তিন মিনিটের মধ্যে আগত ব্যাটসম্যান যখন প্রস্তুত হয়ে এসে পোঁছতে পারেন না তখন ঐ ব্যাটসম্যানকে এই প্রকার আউট দেওয়া হয়।
ক্রিকেটের এই বিধানটি এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য।
গত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে। আবার তারা কবে ক্ষমতায় ফিরতে পারবে কিনা, এই নিয়ে সন্দেহ সংশয় বেড়েই চলেছে। বিএনপির রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক, গণতান্ত্রিক পন্থায়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াই তাদের লক্ষ্য। কিন্তু জাতীয় নির্বাচন এলেই আওয়ামী লীগের কৌশলের কাছে হেরে যেতে হয় বিএনপিকে, বিগত দুটি সংসদ নির্বাচনে সেটাই প্রতীয়মান হয়েছে।
রাজনীতিতে হামলা মামলা হয়রানি নতুন কোন শব্দ নয়, এটি সাধ্যমত সব সরকারই বিরোধী দলের উপর প্রয়োগ করে থাকে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কেউই এর ব্যতিক্রম ছিলো না।
হামলা মামলার দমন নীতির চেয়েও রাজনীতিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কৌশল, যেখানে আওয়ামী লীগের কাছে বিএনপি পুরোপুরি ধরাশায়ী।
বিএনপি স্বীকার করুক বা নাই করুক, কিন্তু আওয়ানী লীগ জানে ৫ জানুয়ারির ২০১৪ সালের নির্বাচন ছিলো তাদের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তারা নিশ্চিত ছিলো, ২০১৪ এর নির্বাচনের পর ক্ষমতা থেকে চলে যেতে হবে, যদি আন্দোলন চলমান থাকে। কিন্তু বিএনপি রাজনৈতিক কৌশল প্রয়োগে ব্যর্থ হয়, ভোটের পরের দিনই আন্দোলন বন্ধ করে দেয়।
বিএনপি জামাত ২০১৩ সালের সেই আন্দোলন এখন আর করতে পারবে না। ভয়াবহ সেই আন্দোলনের গোড়ায়ও কুঠারাঘাত করেছে বিএনপি।
২০১৪ পরবর্তী সময়ে হরতাল অবরোধ দিয়ে রাজপথে না নেমে এসি রূমে বসে নেতারা আন্দোলন কর্মসূচি সফল হয়েহে বলে বিবৃতি দিতো। সেই সময়ে বিএনপি নেত্রীর ঘোষণা করা অব্যাহত অবরোধ এখনো প্রত্যাহার হয় নি।
হরতাল অবরোধের যে চিত্র বাংলাদেশের রাজনীতিতে ছিলো, বিএনপি তার চেহারাই পালটে দিয়েছে, উত্তাপকে নিরুত্তাপে পরিণত করেছে।
নিজেদের সেই ঢিমেতাল আন্দোলন, নিয়ম রক্ষার বিবৃতির গণ্ডি থেকে বিএনপি এখনো বের হতে পারেনি। উল্টো আন্দোলন না করে পতনের দিনক্ষণ ঠিক করে দিয়ে সরকারের স্থায়িত্বকে আরো পাকাপোক্ত করে দিয়েছে।
১৯৭৫ সালের পর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে ২১ বছর অপেক্ষা করতে হয়েছিলো, বাংলাদেশের রাজনৈতিক কালচার হচ্ছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, জোর জবরদস্তি করে ক্ষমতা থেকে নামাতে হয়।
২০০৬ সালে আওয়ামী লীগ তৎকালীন সরকার পরিবর্তনের সুযোগ ঠিক মতই কাজে লাগিয়েছিলো, বিএনপি ক্ষমতায় টিকে থাকতে তখনও অপরিপক্ক কৌশল অবলম্বন করেছিলো, তারা আওয়ামী লীগের কৌশলের কাছে পরাজিত হয়।
বিগত দিনের ইতিহাস বলে, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এক টার্ম ক্ষমতায় থাকলে পরবর্তী টার্মে আর নির্বাচিত হয়ে আসতে পারে না। আওয়ামী লীগ বিষয়টি বুঝতে পেরেছে তাই তারা ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে।
প্রশ্ন হচ্ছে বিএনপির কাছে কি সরকার পরিবর্তনের কোন সুযোগ আসেনি? উত্তর অবশ্যই এসেছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বিএনপি। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন যখন বন্ধ
হয়ে যায়, তখন বিকল্প চিন্তা করতে হয়। ২০১৮ সালে বিএনপি ড. কামালের উপর ভর করেছিলো, ২০২৪ আমেরিকার উপরে, নিজেদের ক্ষমতার উপরে আস্থা হারিয়ে বিএনপির এই ধরনের কৌশল যে বার বার ব্যার্থ হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকা চাইলে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু সেখানে বিএনপির অংশীদারিত্ব যে থাকবে না, সেটাও পরিষ্কার।
কিছু দিনের মধ্যেই নির্বাচনী তফশিল ঘোষিত হবে, এরপর রাজনীতি হয়ে যাবে নির্বাচনমুখী বিএনপির নেতৃত্বাধীন বিরোধী
দল জোরদার কোন আন্দোলন গড়ে তুলতে পারবে বলে মনে হচ্ছে না। বিএনপি সারা মাঠেই ভালো খেলে কিন্তু যখনি গোলের সুযোগ আসে তখন আর গোল দিতে পারে না।
সর্বশেষ ২০২২ সালের ১০ ডিসেম্বর সরকারকে বেকায়দায় ফেলার একটা সুযোগ ছিলো, কিন্তু বিএনপি নেতাদের অতি কথন এবং সমাবেশের আগে পল্টন ময়দান ছেড়ে দেয়ায় সেই সুযোগ নষ্ট হয়ে যায়। সুযোগ কি বার বার আসে? আর সুযোগ তৈরি করেও নিতে হয়, যা বিএনপি করতে পারছে না।
সরকার পরিবর্তনের সুযোগ বিএনপির জন্যে আর আসবে কিনা সেটা সময়েই বলে দেবে, আর বর্তমানে রাজনীতির খেলার মাঠ থেকে গোলবারই উঠিয়ে নেয়া হয়েছে, গোল দিতে চাইলে বা সক্ষমতা অর্জন করলেও বিএনপির গোল দেবার সেই সুযোগ নেই, কারণ ‘টাইমড আউট’।
আমেরিকা অন্য গন্তব্যে অন্য প্রেমিকের হাত ধরে হাঁটার গুঞ্জন শুনা যাচ্ছে। সেটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর প্যাটেল মহাশয়ের বক্তব্য থেকেই পরিষ্কার হয়েছে। বিএনপি নির্দিষ্ট সময় ও সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হওয়ায় আমেরিকার এই নতুন যাত্রা। খেলাটা এখন আমেরিকা ভার্সাস শেখ হাসিনার।
আরও সংবাদ
ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ!
যারা এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন
ইমরান খানের পদত্যাগ: বাংলাদেশে বিএনপির শিক্ষণীয়
দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে!
বিএনপি নেতারা কেন আত্মগোপনে?
জেনেবুঝে মানুষকে বিভ্রান্ত করে হিট আদায় করার বিষয়টি কি সাংবাদিকতার অপরিহার্য বিষয়!

ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ!

যারা এলাকায় এমপি লীগ বানিয়েছেন, তারাই স্বতন্ত্রকে ভয় পাচ্ছেন

ইমরান খানের পদত্যাগ: বাংলাদেশে বিএনপির শিক্ষণীয়

দেশব্যাপী ভক্তরাই সাকিবের নির্বাচনী প্রচারণা করে দিচ্ছে ফ্রিতে!

বিএনপি নেতারা কেন আত্মগোপনে?
