প্রকাশিত: Mon, Nov 13, 2023 11:11 PM
আপডেট: Mon, Dec 9, 2024 8:37 PM

কানাডাগামী ৪২ যাত্রীকে ঢাকায় আটকে দেওয়া ইমিগ্রেশনের সাধারণ নিয়মেই পড়ে

শওগাত আলী সাগর, ফেসবুক: ১. কানাডাগামী যে ৪২ যাত্রীকে ঢাকায় আটকে দেয়া হয়, তাদের নথিপত্র চেক করতে চেয়েছে ইমিগ্রেশনের একটি বিশেষ টিম (বিমানের কর্মকর্তারা নয়)। সেনসিটিভ ডেস্টিনেশনের যাত্রীদের ট্রানজিট পয়েন্টে কাগজপত্র দেখা নতুন কিছু নয়। আমেরিকা-কানাডাগামী যাত্রীদের দুবাই এয়ারপোর্টে হরহামেশাই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে এভিয়েশন সূত্রগুলো জানিয়েছে। কাজেই ট্রানজিটে অপেক্ষমান ৪২ জন যাত্রীর ডকুমেন্ট দেখতে চাওয়াটা ইমিগ্রেশনের সাধারণ নিয়মের মধ্যেই পড়ে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

২. ৪২ জন যাত্রী নাকি টরন্টোয় একটি বিয়ের আমন্ত্রণে আসছিলেন। যারা তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, মানে যাদের বিয়েতে এই ৪২ জন অতিথি হয়ে সুদূর বাংলাদেশ থেকে উড়ে আসছিলেন- তারা কি ঘটনার প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছেন! সত্যি সত্যি তারা বিয়ের অনুষ্ঠানে এই ৪২ জনকে আমন্ত্রণ জানিয়ে থাকলে তাদের পক্ষে অবশ্যই আমরা কথা বলবো। 

৩. টরন্টোর অনেক বন্ধুই এই ঘটনাকে হয়রানি হিসেবে দেখছেন। তাদের প্রতি সম্মান জানিয়েই বলি,আসুন আমরা এই ৪২ জনের হোস্টকে খুঁজি। সবকিছু জেনে তাদের পাশে দাঁড়াই। যে বিয়েতে বাংলাদেশ থেকে ৪২ জন অতিথি আমন্ত্রিত হয়ে আসেন, সেটি নিঃসন্দেহে অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিয়ে। টরন্টোয় এমন একটি জাঁকঝমকপূর্ণ বিয়ের খবর তো গোপন থাকার কথা না।