প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:29 PM
আপডেট: Wed, May 14, 2025 4:41 PM

এমন খানদানি সব আয়োজক, উপরতলার ‘এলিটদের’ আপনারা কোন শক্তিতে প্রতিহত করবেন?

শামীম আহমেদ

নামটাই হইতেছে ‘ঢাকা লিট ফেস্ট’। ঢাকা বইয়ের উৎসব না। নামের মধ্যেই পুঁজিবাদের গন্ধ। বহু আগে একবার গেছিলাম, যখন নাম ছিলো ‘হে ফেস্টিভেল’, আয়োজন হইছিলো ব্রিটিশ কাউন্সিলে, তখনই ব্যাপক উচ্চবিত্ত উচ্চবিত্ত একটা গন্ধ ছিলো। এই উৎসবে পরিকল্পিতভাবে একটা ইংলিশ মিডিয়াম, ইংরেজি ভাষাপ্রেমী, সরকারবিরোধী গোষ্ঠীর এম্বেসিসুলভ ধ্যান-ধারণাকে প্রমোট করা হয়। সাধারণ মানুষ এখানে গেলে তাদের ভালো লাগবে না, তাই উচ্চমূল্যের টিকিট ধরাটাই স্বাভাবিক। বিনোদন বা জ্ঞানের জন্য টাকা দেওয়া উচিত যারা যুক্তি দিচ্ছেন, তারা একুশে বইমেলায় টিকেট ধরার কথা বললে ক্ষেপে যান কেন ভাই তাহলে? যুক্তি তো সব জায়গায় এক হবার কথা।  হ্যাঁ আরেকটা কথা, পৃথিবীর সবচেয়ে বড় ও নামকরা সব লিটারেচার ফেস্টিভালে দর্শক প্রবেশ ফ্রি।

গুগল করলেই পাবেন। লেখক, শিল্পী ইত্যাদি সম্মানির ব্যবস্থা সরকার, ব্যবসায়ী ও স্পন্সররা করে থাকেন। ভুলে যাবেন নাÑ বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে প্রশংসিত ও খানদানি শিল্প, সংস্কৃতির আয়োজন বেঙ্গল মিউজিক ফেস্টিভেলও ফ্রি-ই ছিলো। কোনো সমস্যা হয় নাই। এখন লিট ফেস্টে যারা উচ্চমূল্যে টিকেট ধরছে, জেনে রাখেন এটা তারা টাকার জন্য করতেছে না। তাদের টাকার অভাব নাই। তাদের টাকা দেওন-ওয়ালারও অভাব নাই। এটা তারা করতেছে আপনার আমার মতো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করতে। আপনার আমার বাংলা ভাষায় কথা বলা, সাধারণ পোশাকের ঘামের গন্ধ তাদের ভালো লাগে না। তো এমন খানদানি সব আয়োজক, উপরতলার ‘এলিটদের’ আপনারা কোন শক্তিতে প্রতিহত করবেন? প্রসঙ্গ লিট ফেস্ট। লেখক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ