প্রকাশিত: Tue, May 14, 2024 3:33 PM আপডেট: Tue, Sep 17, 2024 9:45 PM
শিবপুর মুক্তাঞ্চল থেকে টঙ্গি-শিল্পাঞ্চল পর্যন্ত রনো ভাইয়ের কাছে ছিলো হাজার হাজার সংগ্রামী গল্প
আলতাফ পারভেজ : শিবপুর মুক্তাঞ্চল থেকে টঙ্গি-শিল্পাঞ্চল পর্যন্ত রনো ভাইয়ের কাছে ছিল হাজার হাজার সংগ্রামী গল্প। শুনতে বসলে সেগুলো আর শেষ হতো না। একটার পর একটা সিগারেট ধরাতেন আর বলতেন। মাঝে মাঝে নিজেই রান্নাঘর থেকে পুত্রবৎ শ্রোতাদের জন্য নাস্তা-পানি নিয়ে আসতেন। পদার্থ বিজ্ঞান থেকে দর্শন পর্যন্ত তিনি লিখেছেনও বিপুল। পদার্থবিদ্যা তাঁর প্রিয় বিষয় ছিল। তবে ‘মার্কসবাদ ও সশস্ত্র সংগ্রাম’ ছিল স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে হিট বই। এই বই পড়েই লেখালেখিতে উৎসাহিত হয়েছিলাম। এই বইটি নিজেই তরুণদের কাছে একটা ‘হাতিয়ার’ হয়ে ছিল দীর্ঘ সময়।
ব্যক্তি রনোর সবচেয়ে শক্তিশালী দিক ছিল নিশ্চিতভাবে তাঁর নিরহঙ্কারী-নির্ভয়-সাদাসিধা ভঙ্গী। এ গুণ কীভাবে পেয়েছিলেন জানি না। কিন্তু এ বিষয়ে তিনি তুলনাহীন এক নজির। তাঁর সঙ্গে গল্পের আসরগুলো মিস করবো। এদেশ তার সেরা রাজনৈতিক প্রজন্মের একজনকে হারালো। তবে রনো ভাই তৃপ্ত ছিলেন। জীবনকে যেভাবে যাপন করতে চেয়েছিলেন সেভাবে যাপন করে গেছেন কেবল অসুস্থতার দিনগুলো ছাড়া। (নানা) নওশের আলী থেকে হায়দার আকবর খান রনো বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ এক পারিবারিক ধারা সেই কৃষক প্রজা পার্টি থেকে যা শুরু হয়েছিল ২০২৪ এ এসে তা থামলো। এরকম মানুষদের অভিবাদনের চেয়েও বেশি কিছু পাওয়ার আছে। নিশ্চয়ই ইতিহাস তা দিবে। ফেসবুক থেকে