প্রকাশিত: Tue, May 14, 2024 3:35 PM
আপডেট: Sun, Jul 6, 2025 12:12 AM

সন্তানকে ভালোবাসুন, তবে তার আশায় থাকবেন না যে সে আপনাকে ভালো রাখবে

নাজনীন মুন্নী

সন্তানকে ভালোবাসুন। তবে তার আশায় থাকবেন না যে সে আপনাকে ভালো রাখবে। তার ভবিষ্যৎ নিশ্চিত হলেই আপনি ভালো থাকবেন এমন না। নিজের দুঃসময়ে যাতে নিজের দায়িত্ব নিজে নিতে পারেন সেটা শুরুতে নিশ্চিত করুন। একটা সময়ের পর ছেলে মেয়ের কাধে বসে যাওয়া সন্তানের জন্য অত্যাচার। নিজের জন্যও অসম্মানের। আপনার চিকিৎসা থেকে শুরু করে আপনার দেখভাল। আপনার খরচ চালাতে যদি আপনার সন্তানের বেশির ভাগ অর্থ খরচ হয়ে যায়। তার জীবনের জন্য কিছু না থাকে তবে জেনে রাখবেন তাকে বড় করেছেন আপনি নিজে ভালো থাকবেন বলে, সেটা স্বার্থপরতা। সন্তান আপনাকে ভালো রাখবে সেদিন কিন্তু বদলাচ্ছে। পরে কষ্ট পাওয়ার চেয়ে এখনই শক্ত হোন। নিজের দায়িত্ব নিজে নিতে পারে যে সে ই সফল মানুষ। ১৩-৫-২৪। ফেসবুক থেকে