প্রকাশিত: Tue, May 14, 2024 3:35 PM আপডেট: Sat, Nov 2, 2024 9:37 PM
প্রশ্ন ও উত্তর
ইকবাল আনোয়ার
প্রশ্ন যে করে সে বোকা। জীবন কোনো সমস্যা নয় যে তা সমাধান করতে হবে বা করা যাবে। জীবন এক রহস্য। প্রশ্নের উত্তর থেকে কেবল হাজারটা প্রশ্ন তৈরি হয়।ওশোর এ কথা শোনে লোকটি চমকে উঠে। বলে, প্রশ্ন কে করে! প্রশ্ন করা কি কোনো বিনোদন? প্রশ্ন তো জাগে। একমাত্র মৃত মানুষের প্রশ্ন থাকে না। যেকোনো প্রশ্নের হাজার উত্তর আছে। উত্তর পরস্পর বিরোধীও বটে। হাজার রাস্তা তৈরি হয়, মানুষ বিভক্ত হয়।
তার পর সংঘাত। এ সংঘাত মন থেকে মাঠে। কোনোদিন মানুষ কোনো প্রশ্নের উত্তরে একমত হতে পারবে না। বিশ্বাস মানুষকে থামতে বাধ্য করে, সাহায্য করে। থিতু হয় মন। থামা যায় না, থিতু হয় না বলেন ওশো। লেখক: চিকিৎসক