প্রকাশিত: Sun, Jun 2, 2024 3:28 PM
আপডেট: Tue, May 6, 2025 9:18 PM

অপরাধীর বিচার হোক, সেটা দুর্নীতি কিংবা হত্যাকাণ্ড

ইমতিয়াজ মাহমুদ

বেনজির আহমেদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হচ্ছে। সম্পদ জব্দ করার আদেশ হয়েছে। খবরে কাগজে বলছে, ওরা নাকি ইতোমধ্যে ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে একাউন্টগুলি শূন্য করে রেখেছে। কেউ কেউ বলছেন, বেনজির ও তাঁর পরিবারের সদস্যরা নাকি এর মধ্যে দেশ ছেড়ে চলে গেছে। খবরগুলি কতোটা সত্যি আর কতোটা গুজব কে জানে। তবু যথাযথ অনুসন্ধান, মামলা, তদন্ত ও বিচার যেন হয়। বিচার হওয়া জরুরি, দুর্নীতির বিচার করা ও দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া খুবই জরুরি। বড় বড় প্রকল্পগুলি নিয়েও অনুসন্ধান করা দরকার। হবে হয়তো কোনোদিন।

এসব খবর যখন পড়ি তখন আমার কেবল কমিশনার একরামের কথা মনে পড়ে। আপানদের মনে আছে কি একরামের কথা? কথিত ক্রসফায়ারে ওর মৃত্যু হয়েছিল ২০১৮ সনের ২৬ মে তারিখে। ওর শেষ ফোনকলটা রেকর্ড হয়ে গিয়েছিল। ওর বাচ্চাটা বলছিল, আব্বু তুমি কান্না করছ যে। মনে আপনার সেই কথা? বন্দুক রেডি করার আওয়াজ, গুলির শব্দ, মৃত্যুযন্ত্রণায় একরামের গোঙানি সব আমরা শুনেছিলাম। ওর হত্যার কোনো বিচার হয়নি। একরাম ছাড়াও এইরকম আরও কতজনকে হত্যা করা হয়েছে কে জানে। কোনো বিচার হয়নি।

এই যে এখন বেনজির আহমেদের বিচার প্রক্রিয়ার সূচনা হয়েছে, দুর্নীতির বিচার। ভালো কথা। দুর্নীতি তো একরকম দৃশ্যমান, খবরের কাগজে যেসব তথ্য প্রকাশিত হয়েছে এর আংশিকও যদি সত্যি হয় তাইলে কি দুর্নীতি দৃশ্যমান নয়? তবু বিচার হোক। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। প্রকাশ্য আদালতে বিচার হোক, যেন কেউ বলতে না পারে যে ওকে বিনা বিচারে বা ভুল বিচারে সাজা দেওয়া হয়েছে। বিচারিক আদালতে সাজা হলে বেনজির নিশ্চয়ই আপিল করবেন। সেটাও হোক। একদম যথাযথ বিচার হোক, আপিল হোক। একরাম হত্যার ব্যাপারে যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, ওই সময়টাতে তো সেই সংস্থার প্রধান ছিলেন এই বেনজির। এই হত্যাকাণ্ডটা নিয়ে কেন কোনো বিচার হবে না? আমাকে কেউ বলতে পারেন, কেন বিচার হবে না? আমরা তো কাউকে বিনা বিচারে সাজা দেওয়ার পক্ষে নই। বিচার হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ ওরা নির্দোষ হলে হাসতে হাসতে বেরিয়ে আসবে কোর্ট থেকে, ওদের গায়ে আর কোনো হত্যার কলঙ্ক থাকবে না। আমরা বলবো যে না, ওদের হাতে কোনো রক্ত লেগে নেই। কিন্তু বিচার কেন হবে না? 

দুই তিনদিন আগে ডেইলি স্টারে ওরা একটা প্রতিবেদন করেছে। সেখানে ডেইলি স্টার বলছে, একরামুলের স্ত্রী আয়েশা বেগম গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর আমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলায়, মামলা করতে চাওয়ায় আমাদের পরিবারকে অনেক হয়রানির মধ্যদিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, বিচার চাইলে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দুই প্রভাবশালী মন্ত্রী তাকে ফোন করেন। দুই মন্ত্রীই আমাকে মিডিয়ার সঙ্গে যেন কথা না বলি সেটা বলেছিলেন এবং আমাকে আশ্বস্ত করেছিলেন যে তারা আমার দাবির বিষয়টি দেখছেন কিন্তু পরে কিছুই হয়নি। 

আমরা বিচার চাই। যতটা বিনা বিচারে হত্যা হয়েছে প্রতিটার বিচার চাই। দুর্নীতির বিচার হোক, সেটাও চাই। কিন্তু দুর্নীতির চেয়ে হত্যা অনেক বড় অপরাধ। হত্যাকাণ্ডের বিচার করুন। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে